সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধ্যবিত্ত ছেলেদের স্ব’প্ন’পূ’র’ণ, R15M মডেলের ন’তু’ন স্পো’র্ট’স বা’ই’ক আ’ন’ছে YAMAHA

Yamaha R15 V3 নি:সন্দেহে ভারতের সেরা এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইকগুলির মধ্যে অন্যতম। বরাবরই ইনস্ট্যান্ট ক্রাউড-পুলার হিসেবে পরিচিত Yamaha R15 সিরিজের তৃতীয় প্রজন্মের (V3) এই মোটরসাইকেল। Yahama এই জনপ্রিয় মডেলের প্রিমিয়াম ভার্সন আনতে চলেছে। টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট বলছে ভারতে Yamaha-র আপকামিং এই স্পোর্টস বাইকের নাম Yamaha R15M।

অভিনব ফিচার ও স্টাইলের জন্য Yamaha R15M-এর দাম Standard R15-এর থেকে পাঁচ-ছয় হাজার টাকা বেশি হতে পারে। উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে Yamaha R15-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা।

Yamaha R15M-এর ইঞ্জিন ও আয়তনের বিষয়ে তথ্য জানা গেছে। টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট- এর ডকুমেন্ট অনুসারে, আপকামিং R15M মডেলে ১৫৫ সিসি-র ইঞ্জিন থাকবে, যা Standard R15-এও লক্ষ্য করা যায়। ইঞ্জিনটি ১০,০০০ আরপিএমে ১৩.৫ কিলোওয়াট (১৮.৩৫ পিএস) পাওয়ার উৎপন্ন করতে পারে। তবে Yamaha ইঞ্জিন ডিটিউন করে ব্যালেন্স রাখার জন্য ভেতরের যন্ত্রাংশে বদল আসতে পারে।

আয়তনের ক্ষেত্রে Yamaha R15 এবং R15M-এর মধ্যে পার্থক্য তেমন নেই।৷ ইয়ামাহা R15M-এর দৈর্ঘ্য ১,৯৯০ মিমি, প্রস্থ ৭২৫ মিমি, এবং উচ্চতা ১,৩৩৫ মিমি। হুইলবেস ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ১,৩২৫ মিমি ও ১৭০ মিমি।

Yamaha সাধারণত তাদের Standard বাইকের পারফরম্যান্স ওরিয়েন্টেড ভার্সনে ‘M’ ট্যাগ ব্যবহার করে। আসন্ন Yamaha R15M-এর ক্ষেত্রেও এই ট্যাগই ব্যবহার হতে চলেছে বলে ধারণা। প্রসঙ্গত, সম্প্রতি নেটমাধ্যমে Yamaha-র ক্যামোফ্ল্যাজ করা একটি ফেয়ার্ড বাইকের রোড টেস্টিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। তখন অবশ্য বাইকটির অফিসিয়াল নাম জানা ছিল না। Yamaha R15 V3-এর চতুর্থ প্রজন্মের (V4) মডেলের উপর পরীক্ষা শুরু করেছে বলে জল্পনা শুরু হয়ে৷

যাই হোক, ভিডিওতে চোখে পড়েছিল বাইকটির নতুন ডিজাইনের ফেয়ারিং। ভিডিওতে দেখা যায়, Yamaha R15M মডেলে এলইডি প্রজেক্টর হেডলাইট রয়েছে। যা কিছুটা লিমিটেড এডিশন Yamaha R7-এর মতো দেখতে। Yamaha R15M-এর সামনে প্রিমিয়াম আপসাইড ডাউন (ইউএসডি) ফোর্কসও লক্ষ্য করা গিয়েছিল৷