সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্মাষ্টমীর ৫৬ ভো’গে’র ম’ধ্যে এই জিনিসটি থা’ক’তে’ই হ’বে, না হলেই রু’ষ্ট হবেন গোপাল, জেনে নিন

জন্মাষ্টমী অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে। এই বছর জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছেন অনেকেই। তবে আপনারা হয়তো জানেন না জন্মাষ্টমীতে ৫৬ ভোগের মধ্যে এই জিনিসগুলো যদি না রাখতে পারেন আপনি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণভাবে রুষ্ট হয়ে যান।

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে যে সকল মানুষ ছাপান্ন ভোগ দেবেন সেই সকল মানুষদের জন্য দেওয়া হলো এই প্রতিবেদন। জেনে নিন ভোগ নিবেদনের আগে শ্রীকৃষ্ণকে কোন কোন জিনিস আপনি নিবেদন করতে পারেন। ছাপ্পান্ন ভোগ ছাড়া জন্মাষ্টমী পূজা কখনোই সম্পন্ন হতে পারে না। এই বিশেষ দিনে দুধের তৈরি খাবার গুলো সকলের আগে পরিবেশন করতে হবে আপনাকে। এই ভোগের মধ্যে থাকবে ১৬ ধরনের খাবার, কুড়িটি মিষ্টি এবং কোন ধরনের শুকনো ফল। গোপালের প্রধান খাবার হলো মাখন এবং মিছরি। থালা সাজানোর সময় প্রথমে দুধের তৈরি খাবার এবং শেষে মিষ্টি দিয়ে সাজাতে হবে আপনাকে।

জন্মাষ্টমীর দিন এই নিয়ম মেনে পুজো করলে তবেই সুফল পেতে পারবেন আপনি। পূজার প্রয়োজনীয় উপকরণ যেমন ফুল পঞ্চগব্য পঞ্চগুড়ি, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, দুধ, বালি, তুলসী পাতা, আসন অঙ্গুরী, সংগ্রহ করতে হয়। একেবারে নবরূপে সুসজ্জিত করতে হয় শ্রীকৃষ্ণকে। সাজানোর সময় রাখা হয় ঝুলন, ফুলের মালা সুদর্শন চক্র শঙ্খ বাঁশি, মুকুট, হাতে বালা।

৩০ অগাস্ট জন্মাষ্টমীর দিন রাত ১১:৪৭ মিনিট থেকে ৩১ অগাস্ট ১২:৩২ মিনিটে পালিত হবে নিশীথ পুজো। সেই সময় ৪৫ মিনিট সময় হাতে থাকে পুজো পাঠের জন্য। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয় বলে ধরে নেওয়া হয়। জন্মাষ্টমীর দিনে গোপালকে স্নান করানো হয় দুধ দিয়ে। ৩০ অগস্ট, রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ। ৩০ অগস্ট রাত ১টা ৫৯ মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র থাকবে।