সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খড়গপুরে বিজেপির পার্টি অফিস পেট্রোল দি’য়ে পু’ড়ি’য়ে দেওয়া হলো

গতকাল বৃহস্পতিবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর ৫ এর মধ্যে ৪ টি রাজ্যেই বিজেপি ফের ক্ষমতা দখল করেছে। আর সেই নিয়েই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। আর সেই জয়ের প্রভাব এই রাজ্যের বিজেপি কর্মীদের ওপরেও পরেছে। তারাও আনন্দে মেতে উঠেছে।

কিন্তু স্বাভাবিকভাবেই এই দেশের শাসক দলের কর্মী সেটাকে ভালো চোখে দেখেনি। শুক্রবার ভোররাতে খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয় শাসক দলের কর্মীর ওপরে।

আসল ঘটনা কি ঘটেছে? সেটা জানতে চাইলে বিজেপি কর্মী জানায়, একেবারে রাতের অন্ধকারে এই কাজ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস।

শুক্রবার ভোররাতে খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের ওপরেই। ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা এই অভিযোগ করেছে।

আরো পড়ুন: বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেসের ভা’ড়া অনেকটা বাড়লো, প’থে না’ম’বে টিএমসি

এদিন অনুশ্রী বেহেরা বলেন, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছেন। বিজেপির পার্টি অফিস রাতের অন্ধকারে পুড়িয়ে দেয় তারা। তাদের আমাদের ওপরে ক্ষোভ ছিল আগের থেকেই।

পুরভোটের সময় আমরা অনেক কয়েকজনকে পাকরাও করি ছাপ্পা দেওয়ার সময়। সেই ক্ষোভেই এই কাজ করেছে। পেনশন বুক থেকে শুরু করে, তথ্য , কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।

এরপরেই পার্টি অফিস দেখতে দিলীপ ঘোষ আসেন। তিনি দেখে বলেন, এটা নতুন নয় রাজ্যে এর আগেও আমাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।ভেঙে ফেলা হয়েছে। দখল করে নেওয়া হয়েছে। এই নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে আগামী দিনে বিজেপি কর্মীরা খুব দ্রুত আন্দোলন করবে।