সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রে’হা’ই নেই বৃষ্টিপাত থেকে, কিছুক্ষণের মধ্যেই আ’স’ছে ঝমঝমিয়ে

আবারও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকবে।

তবে ২১ ও ২২ জানুয়ারি কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং হাওড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই খবর। ওইদিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হবে।

পশ্চিমের জেলা নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হওয়ার কথা। আগামী কিছুদিন রাতের তাপমাত্রা আগামী তিন-চার দিনের তুলনায় অনেকটাই বাড়বে।

অর্থাৎ কনকনে ঠাণ্ডার আমেজ কাটিয়ে শীতের পথের কাঁটা হবে পশ্চিমি ঝঞ্ঝা। তবে বৃষ্টি কমে গেলে অর্থাৎ ২৫ জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা কমবে।