সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ বৈঠক মোদি ও বাইডেনের, তাকিয়ে গো’টা বি’শ্ব

নির্দিষ্ট সময় অনুযায়ী আজ ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বাইডেনের সঙ্গে ভার্চুয়াল মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকেই দিন ও সময় নির্ধারণ করা ছিল বলে জানা যাচ্ছে।

তবে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ভার্চুয়াল মিটিং এর দ্বারা রাশিয়া ইউক্রেনের প্রসঙ্গ যে দারুন ভাবে উঠে আসবে তা স্পষ্ট মনে করা হচ্ছে। এই যুদ্ধ নিয়ে আমেরিকা অনেক আগেই মুখ খুলেছে। কিন্তু ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়।

তাই এই মিটিং এর মধ্যে সেই প্রসঙ্গ যে উঠবে সেটা আর নতুন কি? যদি লক্ষ্য করা যায় গোটা বিশ্বের প্রায় অনেক দেশ জোটবদ্ধ হয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

কিন্তু ভারতের অবস্থান অনেকটাই নড়বড়ে রাশিয়ার বিরুদ্ধে, তাই এবার সেটা স্পষ্ট করতেই মিটিং এর সূত্রপাত কিনা? সেটা আগামীতে বোঝা যাবে।

আরো পড়ুন: অ’স’হ্য গরম! গাড়িতে গোবর লেপলেন মালিক, খ’র’চ করলেন ৫ হাজার টা’কা

এই মিটিং নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ এ বলা হয়েছে, আসলে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের নিরিখে দুই পক্ষের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে।

এই বৈঠকের মধ্যে উঠে আসবে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা ও সুবিধার কথা। এদিকে আবার হোয়াইট হাউজ সূত্রে বলা হয়েছে, রাশিয়ার নিষ্ঠুরতা নিয়েও আলোচনা করা হবে দুই দেশের মধ্যে।

বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রভাব পড়েছে যার কারণে অন্যান্য দেশের মানুষরাও ভুক্তভোগী। যুদ্ধের কারণে খাদ্যের অভাব দেখা দিয়েছে অনেক জায়গায় তাছাড়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে আলাপ-আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।।