সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’স’হ্য গরম! গাড়িতে গোবর লেপলেন মালিক, খ’র’চ করলেন ৫ হাজার টা’কা

ভারতের বেশিরভাগ শহরে এখন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গ ছাড়াও আর বিভিন্ন রাজ্য নিজের রেকর্ড ভেঙে মাত্রাতিরিক্ত পরিমানে বেড়ে চলেছে। মানুষের সাথে সাথে পশু পাখিদেরও এই বীভৎস গরম এর মুখোমুখি হতে হচ্ছে।

এই বীভৎস গরম থেকে বাঁচার জন্য গুজরাটের জাতিন পাটেল একটি বুদ্ধি প্ৰয়োগ করেছেন। তিনি তার পুরো গাড়ি জুড়ে গোবর লেপে দিয়েছেন। তাঁর বক্তব্য, এরকম করলে গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে কম থাকে।

গাড়ির ভেতরটা অনেক ঠান্ডা থাকে। এই তথ্য সত্যি কিনা তা যাচাই করার জন্য মোবাইলে তাপমাত্রা মেপেও দেখেছেন তিনি।গাড়িতে গোবর দিয়ে লেপার বুদ্ধি কোথা থেকে পেলেন জানতে চাওয়ায়; তিনি বিষয়টি খুলে বলেন।

আরো পড়ুন: “এক দেশ এক ভোট”, কেমন হ’বে আগামী দিনের রোডম্যাপ? আইন কমিশনের কাছে প্র’স্তা’ব পা’ঠা’লো কেন্দ্রীয় সরকার

প্যাটেল জানান যে ২৬ মার্চ তিনি কাজের সূত্রে কালধী নামক একটি গ্রামে গেছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেন যে একটি ঘরে গোবর লেপার কাজ চলছে।

সেই বিষয় সেখানকার লোকদের জিজ্ঞাসা করায় তারা জানায় এই পদ্বতি প্রয়োগ করলে গরম থেকে বাঁচা সম্ভব, তাই তিনি এই পদ্ধতি নিজের গাড়ির উপর প্রয়োগ করেন যাতে বাইরে বেরোলে তাকে অতিরিক্ত গরমের সম্মুখীন না হতে হয়।

তিনি এটাও জানান যে, এই গোবর লেপার কাজ করতে তার ৩ ঘন্টা সময় লেগেছে ও ৫ হাজার টাকা খরচ হয়েছে তবে তিনি এই কাজ করার ফল পেয়েছেন।