সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্লগার অভিজিতের হ’ত্যা’কা’রী’দে’র নিয়ে ত’থ্য দিতে পারলে ৫ মিলিয়ন ড’লা’র পুরষ্কার

কয়েক বছর আগেই ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন ব্লগার অভিজিৎ রায়। এই ঘটনার পর আমেরিকা থেকে ঘোষণা করা হয়েছে অভিজিৎ রায়ের খুনিদের ধরে দিতে পারলে সেই ব্যক্তিকে 5 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেবে আমেরিকা। সোমবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের আওতায় অভিজিৎ রায়ের খুনিদের সম্পর্কে তথ্য পেতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই প্রথম বাংলাদেশের সংরক্ষিত কোনও অপরাধের সঙ্গে জড়িতদের তথ্য পাওয়ার জন্য আমেরিকার তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

2015 সালের 26 শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে। এই ঘটনাটিতে তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ আহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আদালতে 6 জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত দুজন এখনো পলাতক রয়েছেন বলে জানা গিয়েছে।

যে দুজন পলাতক রয়েছেন তাদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রদত্ত নম্বর ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ মারফত তথ্য পাঠানোর আবেদন করা হয়েছে। সে ক্ষেত্রে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। 1-202-702-7843 নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।