Home ডুয়ার্স শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে কয়েক কোটি টা’কা’র সাপের বি’ষ সহ গ্রে’ফ’তা’র ২

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে কয়েক কোটি টা’কা’র সাপের বি’ষ সহ গ্রে’ফ’তা’র ২

বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ও রানিডাঙ্গা এসএসবির ৪১ নং ব্যাটেলিয়ান এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ব্যুরো।

এরপর সেখান থেকে সাপের বিষ সহ দুজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম এমডি কলিমুদ্দিন আনসারি(৪৮) জুবির খান(৪১)। কালিমুদ্দিন ইসলামপুরের এবং জুবির অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই ধৃতদের কাছ থেকে আড়াই কেজি ওজনের একটি জাড়ে সাপের বিষ উদ্ধার হয়েছে। সূত্রের খবর উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা।

এই বিষয়ে কার্শিয়াং ডিভিশন সমতলের এডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন এদিন যৌথ অভিযান চালিয়ে সাপের বিষ সহ দুজন কে গ্রেফতার করা হয়েছে। এবং উদ্ধার হওয়া সাপের বিষ মাদলা থেকে আনা হয়েছিল শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে।

তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।