Home বিনোদন মালদ্বীপের রি’সো’র্টে ছুটি কা’টা’চ্ছে’ন শ্রাবন্তী, কার সা’থে গিয়েছেন অভিনেত্রী?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদ্বীপের রি’সো’র্টে ছুটি কা’টা’চ্ছে’ন শ্রাবন্তী, কার সা’থে গিয়েছেন অভিনেত্রী?

কর্মজীবনে যদি একটু অবসর পান তাহলে বেরিয়ে যান একটু শান্তির খোঁজে। কখনো দেশে তো কখনো বিদেশের মাটিতে নিজের অবসর মুহূর্তগুলোকে তিনি বিশেষ করে তোলেন। কথা হচ্ছে টলিউডের প্রথম সারির অভিনেত্রী দের মধ্যে একজন শ্রাবন্তীর।

সম্প্রতি মালদ্বীপে গেছেন এবং যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার এই পোস্টগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং যেখানে অভিনেত্রীকে কেন্দ্র করে নানা কমেন্টের ছড়াছড়ি।

শ্রাবন্তীকে মালদ্বীপে দেখে এখন নেটিজেনদের কৌতূহল যে মালদ্বীপে নায়িকা কার সাথে রয়েছেন কিছুদিন আগেই শ্রাবন্তীকে নিয়ে একটি চর্চিত ব্যাপার হয়েছিল প্রেমিক অভিরূপকে নিয়ে নেটিজেনদের একাংশের দাবি মালদ্বীপে তিনি তার প্রেমিক অভিরূপের সঙ্গে গেছে মালদ্বীপে পৌঁছে তিনি কোন রিসোর্টে রয়েছে এবং সেখানকার ভাড়াই বা কত?

আরো পড়ুন: শুকরের শাবককে মা’রা’য় খামার মালিককে মেরে মাং’স খে’য়ে বদলা নি’লো হিং’স্র শুকরের দল

এটি শুনলে মাথা চড়কগাছ হয়ে যাবে কারণ শ্রাবন্তী যে রিসোর্টে রয়েছেন সেটি একদম বিলাসবহুল রিসোর্ট। রিসোর্টটির নাম সোনেভা জানি। এই রিপোর্টটি মেডহুফারু আইসল্যান্ডে। একটি ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছে যে এই রিসোর্টে একদিনের ভাড়া দেড় লক্ষ টাকার কাছাকাছি।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

তবে এই রিসোর্টের কোন কোন ভিলার এক রাতের ভাড়া আড়াই লাখ টাকারও রয়েছে। তবে সোনেভা জানির সবথেকে যদি ভালো রিসোর্টে থাকতে হয় তবে সেখানকার খরচ গিয়ে দাঁড়াবে প্রায় ২৪ লক্ষ টাকা প্রত্যেক রাত।

বলিউড হোক কিম্বা টলিউড সমস্ত সেলিব্রিটিদের মালদ্বীপ অত্যন্ত প্রিয় একটি ডেস্টিনেশন। শ্রাবন্তীও তখন ছুটি পান তখনই মালদ্বীপে বেড়াতে চলে যান।