Home লাইফস্টাইল পৌষ মাসে সূর্যের আ’রা’ধ’না করলে কি লা’ভ মি’লে? কি বলছেন জ্যোতিষীরা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৌষ মাসে সূর্যের আ’রা’ধ’না করলে কি লা’ভ মি’লে? কি বলছেন জ্যোতিষীরা

সূর্য শক্তির দেবতা। আমাদের পৃথিবীতে যে সমস্ত প্রাণশক্তি রয়েছে তাদের সকলের উৎস হল সূর্য। প্রতিদিন সকালে উঠে সূর্য নমস্কার করে সূর্যর আরাধনা করলে আপনার দিন ভালো যাবে। তবে বিশেষত পৌষ মাসে সূর্য দেবতার পুজো করা হয়। হিন্দু মত অনুযায়ী, এই মাসে সূর্য দেবতার আরাধনা করলে আপনি পাবেন শক্তি এবং সুখ-সমৃদ্ধি।

চলতি বছরের ৩১ শে ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পৌষ মাস থাকবে।এই সময় যদি প্রতিদিন আপনি সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তামার পাত্রে, তাহলে আপনি অদূর ভবিষ্যতে সুখ-সমৃদ্ধির অধিকারী হবেন।

তামার জল নিয়ে অর্ঘ্য জব করার সময় আপনাকে বলতে হবে, ওম আদিত্যয় নম। এছাড়াও আপনি লাল অথবা হলুদ কাপড় পড়ে যদি এই মন্ত্র জপ করতে পারেন তা হলেও বেশ শুভ বলে মনে করা হয়।