সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিন-রাত, এবার থেকে যেকোন সময়েই জাতীয় পতাকা উত্তোলন ক’রা যা’বে!

এবার থেকে দেশবাসীরা দিনের পাশাপাশি রাতেও জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। সম্প্রতি মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন স্বাধীনতা দিবসের আগে হরঘর তিরঙ্গা সমারোহের আয়োজন করা হয়েছে।

যে কারণে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম ছিল।

সূর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম ছিল না। এবার সেই নিয়মের পরিবর্তন হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা একটি চিঠিতে জাতীয় পতাকা উত্তোলনের নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছেন।

আরো পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের জ’ন্য খারাপ খবর, এবার কি হ’বে?

চিঠিতে বলা হয়েছে তিরঙ্গা উত্তোলনের নতুন নিয়ম কার্যকর করা হবে এবার থেকে। ভারতীয় পতাকার কোড ২০০২ এর কিছু নিয়মে সংশোধন আনা হয়েছে। এতে কোনো উন্মুক্ত স্থানে বা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা দিনরাত যে কোন সময় উত্তোলন করা যাবে।

খোলা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে হলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা করার নিয়ম ছিল। কিন্তু এবার থেকে নিজের বাড়িতে যখন খুশি জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন দেশের বাসিন্দারা। এই বছরের ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।