সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বি’রা’ট বা’র্তা মদন মিত্রের

পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে এবার বিস্ফোরক মদন মিত্র । এদিন তিনি বলেন 'কিছু নাটের গুরু তৃণমূলকে নষ্ট করার চেষ্টা করছে। তৃণমূলে এখন বিজেপি-কংগ্রেসের কালচার ঢুকে পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় আদৌ দলের সবাইকে চেনেন না।'প্রসঙ্গত, পুরভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের অন্দরে তুঙ্গে তরজা। দিকে দিকে বিক্ষোভ দেখা দিয়েছে। অসন্তুষ্ট মদন মিত্রর মতো দলেরই একাংশ নেতা। সেই অসন্তোষ আরও স্পষ্ট হল সোমবার কামারহাটির বিধায়কের কথায়।

পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে এবার বিস্ফোরক মদন মিত্র । এদিন তিনি বলেন ‘কিছু নাটের গুরু তৃণমূলকে নষ্ট করার চেষ্টা করছে। তৃণমূলে এখন বিজেপি-কংগ্রেসের কালচার ঢুকে পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় আদৌ দলের সবাইকে চেনেন না।’

প্রসঙ্গত, পুরভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের অন্দরে তুঙ্গে তরজা। দিকে দিকে বিক্ষোভ দেখা দিয়েছে। অসন্তুষ্ট মদন মিত্রর মতো দলেরই একাংশ নেতা। সেই অসন্তোষ আরও স্পষ্ট হল সোমবার কামারহাটির বিধায়কের কথায়।

এদিন দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “শুধু মমতা বন্দোপাধ্যায় যদি একবার বলে সবাই নেমে পড়ো। আর অভিষেক বন্দোপাধ্যায় যদি ডায়মন্ড হারবার থেকে বারাকপুর পর্যন্ত জিপে করে একবার ঘোরেন। তাহলেই সব ঠিক হয়ে যাবে। যতদিন অভিষেক-মমতা দলকে নিয়ন্ত্রক করছিল সবাই এক বাক্যে মেনে নিচ্ছিল।

আরো পড়ুন: আ’জ প্রোপোজ ডে, প্রিয়জনকে মনের ক’থা জানাবেন যেভাবে!

কিন্তু নাটেরগুরুরা খালি খুঁজছে কীভাবে তৃণমূলকে নষ্ট করা যায়। জানি না বিজেপি-কংগ্রেসের কালচাল কীভাবে তৃণমূলে ঢুকে পড়েল? কিছু সুযোগ সন্ধানি দলকে ভাঙার চেষ্টা করছে। প্রার্থী বাছাই একদম ঠিক হয়নি। সুব্রত বক্সি দলটা করে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আদৌ দলের সবাইকে চেনেন বলে মনে হয় না। দল ঠিক করতে চাইলে অভিষেককে মাঠে নামান।”

এমনকি মদন মিত্র রবিবার কামারহাটির রথতলার এক কর্মীসভা থেকে পুর প্রার্থী নিয়ে দলীয় সাংসদকে আক্রমণ করেন। নাম না করে সৌগত রায়কে ও টার্গেট করেন তিনি।