সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে আ’স’ছে Jio5G ফোন, নামমাত্র দা’মে এ’তো ফিচার্স আর কো’নো ফোন দি’তে পারবে না!

রিলায়েন্স জিও 5g পরিষেবা ক্ষেত্রে এগিয়ে আছে। দেশের বহু শহরে ফাইভ জি টেস্ট করেছে রিলায়েন্স জিও। এই কাজে সফল হয়েছে সংস্থা। দেশবাসী যাতে ফাইভ জি স্পিডে ইন্টারনেট পান তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে মুকেশ আম্বানি সংস্থা। পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। এবার বাজারে আসতে চলেছে জিও ফোন 5g। এই বছরের শেষের দিকে ফোনটি বাজারে আসবে। জিওর এই ফোন বাজারে এলে সব থেকে কম দামি ফাইভ-জি ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে তরফ থেকে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেল 5g পরিষেবা চালু করার জন্য রিলায়েন্স জিও কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছে। দেশে প্রাথমিকভাবে তেরোটি শহরে 5g পরিষেবা চালু করার কথা ভাবছে রিলায়েন্স জিও। জিও ফোন 5g এর দাম হতে পারে 10000 টাকার কাছাকাছি। এত কম দামে পর্যন্ত কোনো ফাইভ জি স্মার্টফোন বাজারে আসেনি বলে জানা যাচ্ছে।

এর আগে সব থেকে কম দামের ফাইভ-জি ফোন বাজারে এসেছিল। যার দাম ছিল 13 হাজার টাকার কাছাকাছি। এবার রিয়েলমি এবং রেডমিকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জিও। লো এন্ড স্পেসিফিকেশন ফোন বাজারে আনার পরিকল্পনা থেকে বের হতে চাইছে। তারা জিও ফোন 5g তে বেশ কিছু উন্নত মানের হার্ডওয়ার দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমান প্রজন্মের উন্নত মানের স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হতে পারে এই ফোনে।

এই ফোনে থাকবে 4 জিবি রাম এবং 32gb ইন্টার্নাল স্টোরেজ। 6.5 ইঞ্চি এলসিডি স্ক্রীন এবং অ্যান্ড্রয়েড 11 দ্বারা চালিত হবে ফোন। ফোনে থাকবে ডুয়েল ক্যামেরা। কানেকটিভিটির জন্য ব্লুটুথ ইউএসবি পোর্ট এবং 3.5 এম এম জ্যাক দেওয়া হবে। 400 এমবিপিএসের কাছাকাছি আপলোড এবং ডাউনলোড স্পিড রয়েছে জিও ফোনের।