সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিয়াচেনে মো’তা’য়ে’ন প্রথম মহিলা অফিসার শিবা চৌহান, রইলো ভিডিও

সিয়াচেন ভারতের এমন একটি জায়গা যেখানে তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের অনেক নীচে থাকে। এবার সেই এলাকাতেই মোতায়েন করা হয়েছে এক মহিলা অফিসার শিবা চৌহান-কে।

দেশের সর্বচ্চ যুদ্ধক্ষেত্রে যোগদানকারী সেনা অফিসার হিসাবে তিনিই প্রথম নারী। ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস অফিসার ক্যাপ্টেন শিবা চৌহান-কে দেশের সর্বোচ্চ ক্ষেত্র সিয়াচেন হিমবাহের কুমার পোস্টে মোতায়েন করা হয়েছে প্রথম মহিলা অফিসার হিসাবে।


ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে খবটি নিশ্চিত করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ফায়ার অ্যান্ড ফিউরি স্যাপারস-এর ক্যাপ্টেন শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে কুমার পোস্টে নিয়োজিত প্রথম মহিলা অফিসার হয়েছেন।

আরো খবর: নতুন বছরে আধার কা’র্ড ব্যবহার নিয়ে নয়া নি’য়’ম জা’রি! বাড়িতে বসেই হবে সবকাজ

শুধু তাই নয় এই ঘটনাকে অনেক বড় করেই তুলে ধরা হয়েছে। টুইটার পোস্টে ক্যাপশন যোগ করা হয়েছে, ‘ব্রেকিং দ্য গ্লাস সিলিং’, শিবার সাফল্য উৎযাপন করুন।

&nbsp