সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের আ’মে’জ, ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! কবে হ’বে জানুন

পুরোদস্তুর শীতের আমেজ উপভোগ করছে বাংলা। যদিও কিছুদিন তাপমাত্রা কম থাকার পর অবশ্য বিগত কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল নিম্নচাপের জন্য তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এদিকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 13 এবং 14 তারিখে সারা বাংলা জুড়ে বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। এরপর 15 তারিখেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তামিলনাড়ুর উপরে এখনো সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ।

এই নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। যদিও এখন অবশ্য তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রাতের দিকে তাপমাত্রা বাড়বে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। আপাতত জগদ্ধাত্রী পুজো বৃষ্টিপাতের মধ্যেই কাটবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।