সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে আধার কা’র্ড ব্যবহার নিয়ে নয়া নি’য়’ম জা’রি! বাড়িতে বসেই হবে সবকাজ

আপনার আধার কার্ড-এর ঠিকানা এখন থেকে ঘরে বসেই আপডেট করতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া অনলাইনে ঠিকানা সংশোধনের অনুমতি দিচ্ছে। মঙ্গলবার এক সরকারি বিবৃতি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। তবে অনলাইনে বসে ঠিকানা আপডেট করার অনুমতি দিলেও, তার জন্য ইচ্ছুক ব্যক্তিকে পরিবার প্রধান -এর সম্মতি নিতে হবে। তবে আধারে আপডেট করা যাবে ঠিকানা।

তবে পুরনো পদ্ধতিতে আধার কেন্দ্রে গিয়ে ঠিকানা আপডেট করার পদ্ধতি এখনও বহাল থাকছে। আধারে ঠিকানা বদলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র দেখাতে হবে। অনলাইনে ঠিকানা আপডেট করতে আপনাকে অনলাইনে ঠিকানা আপডেটের জন্য ‘মাই আধার’ পোর্টালে যেতে হবে।

তারপর পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে। যা যাচাই করতে হবে। গোপনীয়তা বজায় রাখতে স্ক্রিনে পরিবারের প্রধানের আর কোনও তথ্য দেখানো হবে না। ভ্যালিডেশন বা যাচাই-পর্ব মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের প্রমাণ সংক্রান্ত নথি আপলোড করতে হবে।

আরো খবর: ব’ড়ো উপহার নতুন বছরে! এই কেন্দ্রীয় প্র’ক’ল্পে সুদ বা’ড়া’র পাশাপাশি হবে টা’কা দ্বিগুণ

UIDAI-র তরফে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য আবেদনকারীদের ৫০ টাকা দিতে হবে। সফল পেমেন্টের পর আবেদনকারীর সঙ্গে সার্ভিস রিকোয়েস্ট নম্বর শেয়ার করা হবে। সেইসঙ্গে ঠিকানা সংক্রান্ত যে আবেদন জানানো হয়েছে, সেজন্য পরিবারের প্রধানের কাছে একটি এসএমএস যাবে।

‘মাই আধার’ পোর্টালে ঢুকে লগ-ইন করে সেই রিকোয়েস্ট গ্রহণ করতে পারেন। যদি নোটিফিকেশন পাওয়ার ৩০ দিনের মধ্যে তিনি সম্মতি দেন, তাহলে আবেদন সম্পূর্ণ হবে।

যদি ৩০ দিনের মধ্যে সেই কাজটা না করেন পরিবারের প্রধান, তাহলে আবেদন বন্ধ হয়ে যাবে। যেটাই হোক না কেন, সেই সংক্রান্ত তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।