সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এবার হ’দি’শ পাওয়া গে’লো ভু’য়ো পঞ্চায়েত প্রধানের, তোলপাড় রাজ্য জু’ড়ে

ভুয়ো IAS অফিসার দেবাঞ্জনের কীর্তিকলাপ জানতে তো আর কারোর বাকী নেই। শুধু কী ভুয়ো IAS অফিসার নাকি!! সাথে আছে আরও অনেকে। তালিকা যেন শেষই হতে চায় না। কখনও ভুয়ো আইপিএস, তো কখনও ভুয়ো সিআইডি, আবার কখনও ভুয়ো পুলিশ বা ভুয়ো তৃণমূল নেতা। কিন্তু এবার সব পিছনে ফেলে নতুন করে খোঁজ মিলল ভুয়ো পঞ্চায়েত প্রধানের। খবর সামনে আসতেই চারিদিকে হইহই রব উঠেছে।

জামুরিয়ার তপসি পঞ্চায়েত অফিসে এই ভুয়ো প্রধানের খোঁজ মিলেছে। আর এই ভুয়ো প্রধান সেজেছেন স্থানীয় এক তৃণমূল নেতা। তপসি পঞ্চায়েতে প্রধানের চেম্বারে সাজানো গোছানো চেয়ারে বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়। ওনার এই ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হয়ে যায়। অনেকেই সেখানে নিজের মতো কমেন্ট করেন। আর এরপরেই শুরু হয় বিতর্ক।

প্রাপ্ত খবর অনুযায়ী, তপসি পঞ্চায়েতের প্রধান সুশান্ত গোপে দুপুর বেলায় অফিসে ছিলেন না। আর তখনই সুযোগ বুঝে এই কাণ্ড ঘটিয়ে ফেলেন অভিযুক্ত তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়। ওনার এই কাণ্ডে একদিকে যেমন বিপাকে পড়েছে শাসক দল, তেমনই প্রশাসনিক কর্মকর্তারা চরম ক্ষুব্ধ হয়েছেন। প্রধানের চেয়ারকে অসম্মান করার জন্য অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নিদান দেওয়া হয়ছে। যদিও, অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন, তিনি মজার ছলেই এই ছবি তুলেছেন। এর বাইরে আর কিছুই নয়।

ঘটনার পর বিজেপি কটাক্ষ করে বলেছে, রাজুর কোনও দোষ নেই, কারণ সরকারি অফিস আর পার্টি অফিসের মধ্যে কী ফারাক রয়েছে, তা অধিকাংশ তৃণমূল নেতারাই জানেন না। আর সেই কারণেই রাজুবাবু এই কাণ্ড ঘটিয়েছেন। ওঁরা এটাই করতে পারে। তবে এখন দেখতে হবে যে, নিজেকে প্রধান বানিয়ে তিনি কী কী কাণ্ড ঘটিয়েছেন।