সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্যা’স বার্নারকে প’রি’ষ্কা’র পরিচ্ছন্ন করার কয়েকটি ঘ’রো’য়া টি’প’স

ঘর সুন্দর, পরিপাটি করে গোছানোর ক্ষেত্রে গৃহের রমণীদের জুরি মেলা ভার। আর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হল রান্নাঘর। রান্না ঘর সুন্দর গোছানো এবং পরিষ্কার হলে মা অন্নপূর্ণা সেই বাড়িতে বিরাজ করেন বলে মনে করা হয়।

আর সেই রান্নাঘরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি বলুন তো! গ্যাস ওভেন। আর প্রতিটি বাড়ির গৃহিণীরাই রান্নার পর গ্যাস ওভেন পরিষ্কার করেন ঠিকই কিন্তু গ্যাস বার্নার পরিষ্কার করার কথা তাদের মনে থাকে না।

তবে একটা কথা মনে রাখা প্রয়োজন যে রান্নাঘর পরিষ্কার রাখতে গেলে গ্যাস ওভেনের পাশাপাশি গ্যাস বার্নার পরিষ্কার করার কথা অবশ্যই মনে রাখতে হবে।

কিন্তু অনেকেই ভেবে পান না কি উপায়ে গ্যাস বার্নার পরিষ্কার পরিপাটি রাখবেন।তাই আজকের প্রতিবেদনে গ্যাস বার্নার পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দা’মি পোকা, এটির দা’ম কো’নো লাক্সারি গাড়ি ও বাড়ির থেকেও অনেক বে’শি!

>> তেঁতুলঃ তালিকার প্রথমেই আসে তেঁতুলের কথা। এসব ক্ষেত্রে তেঁতুলের জুরি মেলা ভার। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে তেঁতুল আর একটু ডিটারজেন্ট মিশিয়ে নিতে হবে। এরপর সেই জলের ভিতর গ্যাস বার্নার দুটো এক ঘন্টা চুবিয়ে রাখতে হবে। তারপর একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ওই গ্যাস বার্নারগুলো ঘষতে হবে। ব্যস তাহলেই দেখবেন গ্যাস বার্নার দুটি একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে।

>> লেবুঃ একটি পাত্রে গরম জল নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস এবং দু চামচ বেকিং সোডা নিতে হবে। ঘন্টাখানেক তারমধ্যে গ্যাস বার্নার দুটো চুবিয়ে রেখে একটা ব্রাশে একটু ডিটারজেন্ট দিয়ে ভালোমতো ঘষে নিলেই দেখবেন গ্যাস বার্নার দুটি কেমন চকচক করছে।

>> ভিনিগারঃ গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে তার মধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তারপর একটা ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ভালোভাবে ঘষলে দেখবেন কিছু সময়ের মধ্যেই গ্যাস বার্নারগুলো খুব ভালোমতো পরিষ্কার হয়ে যাবে।

>> হারপিক: লেবু ,ভিনিগার বা তেঁতুল ছাড়াও এই কাজের জন্য হারপিকও ব্যবহার করতে পারেন। হারপিক দিয়ে যে গ্যাস বার্নার পরিষ্কার করা যায় তা কি জানতেন! সেক্ষেত্রে একটা পাত্রে গ্যাস বার্নার দুটি নিয়ে তাতে হারপিক দিতে হবে। এরপর শুধু একটা ব্রাশ দিয়ে একটু ঘষার অপেক্ষা, ব্যস তাহলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার।

আরো পড়ুন: কবে বিজয়কে বি’য়ে করছেন রশ্মিকা? অবশেষে জা’নি’য়ে দিলেন অভিনেত্রী

>> ইনো: গরম জলে ইনো আর সার্ফ দিয়ে তাতে গ্যাস বার্নার দুটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই জল থেকে গ্যাস বার্নার দুটি তুলে লেবুর খোসা আর নুন দিয়ে ঘষলে দেখবেন বার্নারের ময়লা গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে।