Home অফবিট বিশ্বের সবচেয়ে দা’মি পোকা, এটির দা’ম কো’নো লাক্সারি গাড়ি ও বাড়ির থেকেও...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দা’মি পোকা, এটির দা’ম কো’নো লাক্সারি গাড়ি ও বাড়ির থেকেও অনেক বে’শি!

বাড়িতে পোষ্য রাখার স্বভাব অধিকাংশ মানুষেরই আছে। কেউ কুকুর পোষেন তো কেউ বিড়াল,কেউ বা আবার বিভিন্ন পাখি পোষেন। আর তাদেরকে ঘিরেই দিনের অনেকটা সময় কেটে যায়।

কিছু কিছু মানুষের আবার এই পোষ্যের প্রতি এমন নেশা থাকে যে তারা লাখ লাখ টাকার পোষ্য রাখেন বাড়িতে। কিন্তু জানেন কি এমনও কিছু পোষ্য আছে যেগুলো কোটি টাকার পোষ্য এবং যে কোনো মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে! এইরকম এক পোষ্য হল একটি পোকা।

পোকা শুনেই ভাবছেন তো! পোকাও আবার পোষ্য হয়? হ্যাঁ, তবে এই পোকা যে সে পোকা নয়। এই পোকাটি হচ্ছে 1200 পতঙ্গ প্রজাতির মধ্যে বিটল লুকানিডি পর্বের পতঙ্গ।

আরো পড়ুন: কবে বিজয়কে বি’য়ে করছেন রশ্মিকা? অবশেষে জা’নি’য়ে দিলেন অভিনেত্রী

এই পোকাটি মাত্র দুই থেকে তিন ইঞ্চি লম্বা। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অদ্ভুত ধরনের প্রাণী। এটি হচ্ছে এমন এক বিরল প্রজাতির প্রাণী যার জন্য মানুষ কোটি টাকাও খরচ করতে পারে।

এই পোকাটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রাণী বলে গণ্য। এর মাথার উপর অবস্থিত দুটো শিং রয়েছে, যার মাধ্যমেই একে চিনতে পারা যায়।পোকাটির নাম স্ট্যাগ বিটল। পোকাটির বেঁচে থাকার জন্য উপযুক্ত স্থান হল উষ্ণ স্থান।

আরো পড়ুন: কানের গোড়ায় থা’প্প’ড়, স্বামীর চড়ে কানে শো’না’র ক্ষ’ম’তা কমেছে স্ত্রীর!

একটা জাপানি ব্রিডার তার স্ট্যাগ বিটল টিকে 89000 ডলার বা 65 লাখ টাকা দিয়ে বিক্রি করেছিলেন কয়েক বছর আগে। তবে আজকের দিনে একটি স্ট্যাগ বিটলের জন্য মানুষ কোটি কোটি টাকা দিতেও প্রস্তুত।

সাধারণত এই পতঙ্গটি থেকে ওষুধ তৈরি হতে পারে। তবে অন্যান্য প্রানীর মতোই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই পতঙ্গটি মারা যায়। মূলত শীতকালে এগুলো মারা যায়। ডিম থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত 7 বছর বাঁচে তারা।