সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কানের গোড়ায় থা’প্প’ড়, স্বামীর চড়ে কানে শো’না’র ক্ষ’ম’তা কমেছে স্ত্রীর!

বরের চড় খেয়ে কানে শোনার ক্ষমতা হারিয়েছেন জয়নগরের এক বাসিন্দা কণিকা, শুধুমাত্র কণিকার সাথে ঘটেছে তা নয় এই ধরনের অনেক রোগী হাসপাতালে ওপিডিতে দেখাতে আসছেন। কলকাতার এসএসকেএম-এ ওপিডিতে এই ধরনের একটি রোগ নিয়ে এসেছেন একজন, তারপরে ওই রোগীর যখন কান পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে কোনো বিশেষ আঘাতের কারণে এই সেই রোগী তার কানে শোনার ক্ষমতা হারিয়েছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের আঘাত কিভাবে লাগতে পারে যার ফলে কানে শোনার ক্ষমতায় হারিয়ে ফেলছেন। চিকিৎসকদের মতে এই গোটা ব্যাপারটি অন্যরকম কর জনিত সমস্যার কারণে ঘটছে, এই ধরনের কানের সমস্যায় বেশি ভুক্তভোগী হচ্ছেন মহিলারা।বোঝা যাচ্ছে শ্বশুরবাড়িতে কোনরকম সমস্যার কারণেই মহিলাদের এই রকমের রোগ বেশি উঠে আসছে যার ফলে কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলছেন অনেকে।

কিছুদিন আগেই দিল্লির ভাই পরমানন্দ বিদ্যামন্দির এর এক ছাত্র যে তৃতীয় শ্রেণীতে পড়তো তার হঠাৎ করেই কানের সমস্যা হয় এবং কানের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলে, পড়ে গোটা ব্যাপারটি সম্পর্কে জানা যায় যে তার অংকের শিক্ষক তাকে চোর মারায় এরকম অবস্থা হয়েছে সেই ছাত্রের।

আরো পড়ুন: ব’ড়ো দা’বি ট্রাম্পের, পরের যে যুদ্ধটি হ’বে সেটাও ঠে’কা’তে পারবেন না বাইডেন

এখন প্রশ্ন হঠাৎ করেই এই থাপ্পড় মারার জন্য কি কানের শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে? এইরকম একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্ব শ্রবণ ক্ষমতা দিবসের দিন এবং এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ছোট বাচ্চাদের কখনোই মাড়বেন না। চড় মারার ব্যাপারটিতে এর ওপর ভিত্তি করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসক ডঃ অরবিন্দু দাস জানান, শুধুমাত্র ছোটরা তা নয় বড়োরাও বরং থাপ্পড় খেয়ে নিজেদের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।

হঠাৎ করে যদি থাপ্পড় মারা হয় তাহলে সে ক্ষেত্রে অনেক সময় কানের গহবরে ক্যানেল এর ভিতর হাওয়া থাকে তার চাপ অনেকটা বেড়ে যায় ফলে, ইয়ার ক্যানেলন একটি পাতলা এবং তার ফলে এই থাপ্পর মারলে পরে সেই পর্দা সহজেই ফেটে যেতে পারে।

কানের এই ধরনের ঘটনা ধরা পড়ে একমাত্র ইয়ার অল্ডসকপি করলে। কানের ভিতর যে পর্দা থাকে তাকে টিম্পানিক মেমব্রেন বলা হয়। অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণের মাঝে একটি পর্দা রয়েছে এবং এই পর্দাটি যথেষ্ট পাতলা। বাইরের কোন আওয়াজ কম্পন করলে সেই শব্দ আমরা শুনতে পারি।

তবে শুধুমাত্র যে চড় মারার কারনে সম্পূর্ণভাবে শ্রবণ শক্তি ক্ষমতা হারিয়ে ফেলে তা নয়, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এর ফলে ৪০% ৫০% কানে শোনার ক্ষমতা হারিয়ে যায়। তবে, শুধুমাত্র যে থাপ্পড় খেয়ে নয় আতশবাজি এবং অন্যান্য শব্দেও কানের এই সমস্যা হতে পারে।