সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার দেহে কি শ্রীকৃষ্ণের শরীরের ম’তো এই চি’হ্ন’গু’লো আছে? ত’বে আপনি ভাগ্যবান

শ্রীকৃষ্ণ হলেন বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম একজন আরাধ্য দেবতা। তিনি গোটা পৃথিবীকে প্রেম এবং কর্মের বাণী শুনিয়েছিলেন। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতা কিন্তু শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত। গতকাল পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। জন্মাষ্টমী ঠিক পরের দিন চলুন জেনে নেওয়া যাক শ্রী কৃষ্ণের শারীরিক গঠনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত।

বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণের শরীরে এমন কয়েকটি চিহ্ন রয়েছে, সেই চিহ্ন যদি অন্য কারোর শরীরে থাকে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি শরীরে ওই চিহ্ন থাকে তাকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক এমন চিহ্ন আপনারও গায়ে আছে কিনা।

অর্ধচন্দ্র: শ্রীকৃষ্ণের পায়ের পাতায় অর্ধ চন্দ্রের মত একটি চিহ্ন ছিল বলে জানা যায় শাস্ত্রমতে। অর্ধচন্দ্র আমরা সবসময় দেখতে পাই শিবের মাথাতে তাই মনে করা হয় শরীরের কোথাও যদি এমন চিহ্ন থাকে তা অত্যন্ত শুভ। যে ব্যক্তি শরীরে এমন কোন চিহ্ন থাকে তিনি নিজের ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছে যান।

আরো পড়ুন: অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনের গ’ল্প সিনেমাতেও ফুটিয়ে তো’লা সম্ভব হ’বে না!

শঙ্খ: শ্রীকৃষ্ণের পায়ের পাতায় শঙ্খের মতো একটি চিহ্ন ছিল। শ্রীবিষ্ণুর একহাতে শঙ্খ থাকে তা আমরা সকলেই জানি। শরীরের কোন অংশে যদি এমন কোন চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে।

মাছ: শ্রীকৃষ্ণের পায়ের পাতা এবং হাতের তালুতে মাছের চিহ্ন ছিল। হিন্দু ধর্ম মতে মাছ হলো বিষ্ণুর অন্যতম অবতার। শরীরে মাছের মত চিহ্ন থাকলে আপনি সমাজে প্রচুর মান সম্মান পাবেন।

ত্রিভুজ: শ্রীকৃষ্ণের মত যদি আপনার গায়ে ত্রিভুজাকৃতি কোন চিহ্ন থাকে তাহলে আপনি জীবনে প্রচুর ধনসম্পদ লাভ করতে পারবেন। আপনি নিজের জীবনে উন্নতি করবেন এবং সর্বদা সুখময় জীবন কাটাবেন।

তির: শ্রীকৃষ্ণের পায়ের পাতায় তীরের মতো একটি চিহ্ন ছিল বলে জানা যায়। এই চিহ্ন যদি অন্য কারো শরীরে থাকে সেই ব্যক্তি সর্বদা লড়াই করে জয় লাভ করেন বলে মনে করা হয়।