সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানসেবিকা থেকে চাঙ্কি পাণ্ডের স্ত্রী, সৌ’ন্দ’র্যে’র নিরিখে অন্য নায়িকাদের গুনে গুনে দে’বে’ন গোল

সম্প্রতি চাংকি পান্ডের স্ত্রী ভাবনা এসেছিলেন করণ জোহরের সঙ্গে আড্ডায় অতিথি হিসেবে, সেখানে ছিলেন শাহরুখপত্নী গৌরী এবং সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ কাপুর। ভাবনা পান্ডেকে সম্প্রতি দেখা গেছে নেটফ্লিক্সের সদ্যমুক্তিপ্রাপ্ত ফ্লাসলাইট অফ বলিউড ওয়াইভস সিরিজে। বলিউডে সব সময় দেখা গেছে চাংকি পান্ডেকে কখনো ভাবনাকে সেইরকমভাবে বলিউডে কাজ করতে দেখা যায়নি, তবে এই প্রথমবার দর্শকমহলের কাছাকাছি আসাতে যথেষ্ট ভাবনাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে দর্শকরা।

ইতিমধ্যে তাঁর অনুরাগীর সংখ্যাও ক্রমশ বেড়ে যাচ্ছে। অনেকের দাবি নব্বইয়ের দশকের অভিনেত্রীদের টক্কর দেয়ার মতোই ভাবনা। ভাবনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নায়িকা হবার, কিন্তু সময়ের সাথে সাথে তাঁর স্বপ্নের বদল ঘটেছে। বলিউড জগতের সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না।

স্নাতক স্তরে পড়াশোনা করার পর তিনি এক বছরের জন্য বিমানসেবিকা কাজে নিযুক্ত হয়েছিলেন। এরপর ১৯৯৮ সালে চাংকি পান্ডের সঙ্গে সাক্ষাৎ হয় এবং বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরবর্তীকালেই বিতর্কে জড়িয়ে পড়েন ভাবনা কারণ চাংকির সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পরেই অনন্যার জন্ম হয়।

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বি’রা’ট ব’দ’ল ঘটছে, জানুন বিস্তারিত

অনন্যার জন্মের পরেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আগে থেকেই কি ভাবনা অন্তঃসত্ত্বা ছিলেন? যদিও এই গুজব বহুদিন পর্যন্ত চলেছিল। তবে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, অনন্য তাঁর হানিমুন বেবি, কিন্তু বিয়ের আগে তিনি কখনোই সন্তানসম্ভবা ছিলেন না।

বিয়ের পরবর্তীকালে ভাবনা চাংকি পান্ডের সঙ্গে একটি রেস্তোরাঁ খোলেন মুম্বাইতে এবং এই রেস্তোরাঁর বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার মজুত থাকে। শুধুমাত্র রেস্তোরাঁর মালিক তা কিন্তু নয়, পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ড এর হয়েও তিনি কাজ করেন। দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পরে ২০১৮ সালে নন্দিতা মহতানি এবং ডলি সিদ্ধানির সাথে নিজস্ব একটি সংস্থার প্রতিষ্ঠা করেন।