সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার লাস ভেগাসে মমতার ব্যানার্জির সরকারের সা’ফ’ল্যে’র খতিয়ান তু’লে ধ’রা হবে

করা হবে মমতা ব্যানার্জির জয়গান, সেটা কিন্তু আর বঙ্গে নয়। এবার সেই জয়গান পৌঁছে যাবে সূদূর আমেরিকায়। মমতা ব্যানার্জির সাফল্যের কথা তুলে ধরা হবে প্রবাসী বাঙ্গালীদের সম্মুখে।

ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে, বিশেষ করে আমেরিকায় যারা প্রবাসী বাঙালি রয়েছেন তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে।

এই কারণে খরচ করা হচ্ছে লাখ লাখ টাকা, যাতে মার্কিন মুলুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্ম দেখানোর জন্য প্রর্দশনীর আয়োজন করা সম্ভব হয়। শোনা যাচ্ছে সেখানে নাকি দেখানো হবে চলচ্চিত্র।

আরো পড়ুন: ৫ বছরের কম শিশুদের কো’ভি’ড টি’কা দেওয়া হবে, জানুন বি’শ’দে

আগামীদিনের উত্তর আমেরিকার একটি বাঙালি সম্মেলনে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, যেটা অনুষ্ঠিত হবে লাস ভেগাসে। রাজ্যের শিল্প স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন কতটা ঘটেছে সেই সমস্ত কিছুর দলিল তুলে ধরা হবে প্রবাসী বাঙ্গালীদের সামনে।

আগামী ১ লা জুলাই থেকে ৩ রা জুলাই আমেরিকায় এই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য যেসমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও দেখানো হবে।

দেখানো হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজা, রেড রোড কার্নিভাল শো, তাছাড়া ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দূর্গাপূজা, সেই সমস্ত কিছু মিলিয়ে দারুণ এক আয়োজন করা হবে সেই সম্মেলনে।

এমনকি পুরনো দিনের বহু বাংলা ছবি রয়েছে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে, সে গুলোকে রিস্টোরেশন করেছে পশ্চিমবঙ্গ সরকার , ডিজিটাল সংরক্ষণের কাজ করেছে রাজ্য সরকার।

মোটকথা নর্থ আমেরিকার বেঙ্গলি কনফারেন্সের নির্দিষ্ট দিনে কয়েক হাজার প্রবাসী বাঙালি উপস্থিত হবেন এমনকি অবাঙালি রাও থাকবে সেখানে। যেটা একটা বিশ্ব সম্মেলন এর আকার ধারণ করবে। এবার সেখানেই রাজ্য সরকার নিজেদের ভাবমূর্তি প্রকাশ করার জন্যই এই মঞ্চ বেছে নিয়েছে।