সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৌসুনিতে বাঁ’ধ ভাঙলো, সমুদ্র সংলগ্ন হোটেলে ঢুকে গে’লো জল, আ’ত’ঙ্কে পর্যটকরা

টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ফলে রবিবার মৌসুনি দ্বীপের বালিয়ারা অঞ্চলের সমুদ্রের বাঁধ ভেঙে গেল। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে দ্বীপের বিস্তীর্ণ এলাকা। প্রায় 150 টির বেশি বাড়ি জলের নিচে তলিয়ে গেছে। এমনকি সমুদ্রের পাড়ে যে সমস্ত হোটেল রয়েছে সেগুলিও হয়ে পড়েছে জলমগ্ন। ইতিমধ্যেই নামখানা ব্লক প্রশাসনের তরফে তৎপরতা সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে গেছে তবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ফলে কাজ বিঘ্নিত হচ্ছে। প্রশাসন সূত্র থেকে জানা গেছে, মৌসুনি দ্বীপের সল্টঘেরিতে ৩০০ মিটার মতো বাঁধ ভেঙে গেছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে শুরু করে সমুদ্র সংলগ্ন হোটেলগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে।

ইতিমধ্যেই দ্বীপের সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আপাতত জল না নামা পর্যন্ত হোটেল গুলি বন্ধ থাকবে। অন্যদিকে টানা বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর থেকেই দ্বীপের বাসিন্দাদের কথা বিবেচনা করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল নামখানা ব্লক প্রশাসন। শনিবার ত্রাণ শিবির খোলা হয়েছিল সাধারণ মানুষের জন্য।

আরো পড়ুন: কেষ্টর পাশে মমতা, কেন গ্রে’ফ’তা’র অনুব্রত? বিজেপিকে একহাত মমতার

বৃষ্টি এবং সমুদ্রের জলসার বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার রাতে সমুদ্র সংলগ্ন এলাকার বেশ কিছু বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। নামখানা ব্লক প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের খাবার দেবার ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকি এনানোর জন্য আপাতত পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে ছুটি কাটাতে এসে যে সমস্ত দ্বীপে এসেছিলেন, তাদের বাড়ি ফিরে আসতে বলা হচ্ছে।

এদিকে সকাল থেকেই নামখানা ব্লক প্রশাসনের তরফ থেকে সমুদ্র বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে। কিন্তু মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ফলে কাজে বাধা পড়ছে। কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে আপাতত সেটা নিয়ে চিন্তিত এলাকাবাসী।এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় ভেসে যায় দ্বীপ। নষ্ট হয়ে যায় জমির ফসল। এই ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন এলাকাবাসী কিন্তু কোন সুরাহা পাওয়া যায়নি।