সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেষ্টর পাশে মমতা, কেন গ্রে’ফ’তা’র অনুব্রত? বিজেপিকে একহাত মমতার

তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হয়ে সরাসরি ময়দানে নামলেন। রবিবার বেহালায় এক মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।

অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ও বিধায়ক হবে না।, সাংসাদ যাবে না। রাজ্যসভায় যাবে না। এদিন তিনা সরাসির দাবি করেন, ২০২৪-এ নরেন্দ্র মোদী জিতবে না। তাই খেলা শুরু করে দিয়েছে।

আরো পড়ুন: স্বাধীনতা দিবসে বাড়িতে জাতীয় পতাকা উ’ত্তো’ল’ন করলে কেন্দ্রের সার্টিফিকেট মি’ল’বে

রাজস্থান ভাঙতে হবে, ঝাড়খন্ড ভাঙতে হবে, ছত্তীসগড় ভাঙতে হবে। বাংলাকেও একইভাবে দুর্বল করে দিতে হবে। আমি বলি আয় না, বেঙ্গল টাইগার দেখেছ তো? তিনি আরও বলেন, কেষ্টর বাড়িতে তাণ্ডব করেছে। আমি মনে করি কেষ্টারা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে।