সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’য়ো’গ দু’র্নী’তির তদন্তের ক’র্তা স্বেচ্ছাবসর চাইছেন! বিচারপতির কো’র্টে বল ঠেললো CBI

রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তে সিবি আই কে নিয়োগ করা হয়েছে। তবে এবার প্রাথমিক তদন্তের জন্য যে সিট বাঁ বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। সেই দলের এক সদস্য ধরমবীর সিংহ স্বেচ্ছায় অবসর নিতে চান। আর তিনি এই তদন্ত থেকে অব্যাহতি নিতে চান।

আজ শুক্রবার বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানালেন সিবি আই এর এক আইনজীবী। এই আর্জির পর বিচারপতি দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশা দিয়েছেন। সিবি আই এর আইনজীবী জানিয়েছেন, আসলে তদন্তের জন্য একটি সিট গঠন করা হয়েছে।

তাই আদালতের অনুমতি নেওয়া ছাড়া এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। ধরমবীর সিংহ আসলে এসপি পদমর্যাদার আধিকারিক। তাই এই বিষয় নিয়ে দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সাথে বিচারপতি এটাও বলেছেন যে, সিবি আই এর সিটে কয়েকজন বাঙ্গালী অফিসার রাখার কথা ভাবছেন তিনি।

আরো খবর: বন্দে ভারতের মু’কু’টে নতুন পালক! আ’রো কোন এমন ট্রেন নেই বি’শ্বে! জেনে নিন

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্যই এই সিট গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই সিট গঠন করা হয়েছিল সিবি আই এর প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনেই।

এই সিটের উদ্দেশ্যই ছিল তারা শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্ত করবে। তারা অন্য কোন তদন্তের সাথে যুক্ত হতে পারবে না…