সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্দে ভারতের মু’কু’টে নতুন পালক! আ’রো কোন এমন ট্রেন নেই বি’শ্বে! জেনে নিন

এবার বন্দে ভারত এক্সপ্রেসের মুকুটে নতুন পালক, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই দারুণ জনপ্রিয়তা লাভ করেছে সেই রেল। আর এর নতুন নতুন চমকে আরও যেওন বেশী মানুষের কাছের হয়ে উঠছে এই বন্দে ভারত। আমাদের ভারতে গনপরিবহনের প্রধান মেরুদন্ড হল ট্রেন।

কোটি কোটি ভারতবাসী এই ট্রেনে করেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে থাকে। এই রেল পরিবহণকে আরও বেশি গতিশীল ও উন্নত করে তোলার জন্যই বন্দে ভারত এক্সপ্রেস কে ভারতে লঞ্চ করা হয়েছে। অতি আধুনিক পরিষেবা যুক্ত এই ট্রেন যা ভারত বর্ষের গর্ব।

এবার সেই বন্দে ভারত এক্সপ্রেসের মুকুটে নতুন এক পালক। উচ্চ প্যান্টো গ্রাফার যুক্ত এই ট্রেন বন্দে ভারত চালু হতে চলেছে। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের মত সুউচ্চ প্যান্টোগ্রাফ পৃথিবীর আর কোনও ট্রেন নেই। তাই ভারতীয় রেলের জন্য এটি খুবই গর্বের।

আরো খবর: বি’য়ে’র পর কন্যার কাছ থেকে এই ছোট্ট জিনিস আশা করলেও না পেয়ে নীরবেই স’রে যান মায়েরা!

ইতিমধ্যে ট্রায়ালও সম্পন্ন হয়েছে, দিল্লি ও জয়পুর রুটে এই ট্রায়াল সম্পন্ন হয়েছে। ৭.২ মিটার উচ্চতা যুক্ত , জানা গেছে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি এই ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই তার পোস্ট ও ভিডিও ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে শেয়ার করেছে।