সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার বকেয়া GST-র টা’কা মি’টি’য়ে দিলো কেন্দ্র, এবার কি সরকারি কর্মীরা DA পাবে?

কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনা ছিল অনেক। এতদিন সরকারি কর্মচারীদের ডিএ থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে টাকা ব্যয় করার প্রসঙ্গ উঠলে রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে পাওনা টাকা না মেটানোর অভিযোগ তুলেছে। এবার জিএসটি সমেত রাজ্যের বকেয়া টাকা পুরোটাই মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকার রাজ্য গুলির বকেয়া পাওনা মেটানোর জন্য প্রায় 86 হাজার 912 কোটি টাকা মঞ্জুর করেছে। এরমধ্যে জিএসটি বাবদ মাসিক কিস্তির বকেয়ার সঙ্গে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনা অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে প্রায় 61 হাজার 912 কোটি টাকা ফেব্রুয়ারি থেকে জিএসটি খাতে মাসিক কিস্তির বকেয়া হিসেবে দেওয়া হবে। বাকি 25 হাজার কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে।

আরো পড়ুন: ৭২ হাজার কো’টি’র বিনিয়োগ আসছে বাঁকুড়ায়, হবে প্র’চু’র কর্মসংস্থান: মমতা

জিএসটি চালু সময় থেকে কেন্দ্র রাজ্যগুলিকে কথা দিয়েছিল নিজস্ব রাজস্ব আদায়ে ঘাটতি পাঁচ বছর পর্যন্ত মেটানো হবে। এই বছরের জুন মাসে পাঁচ বছরের সময়সীমা শেষ হয়ে যাবে।

তবে অনেক রাজ্য ইতিমধ্যেই সময়সীমা বাড়ানোর দাবি করেছে। এদিকে জিএসটি খাতে রাজ্য সরকার টাকা পাবে শুনে রাজ্য সরকারি কর্মচারীদের মনে আশার সঞ্চার হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বহুদিন যাবত বকেয়া পড়েছে।

এবার কি তাহলে রাজ্য সরকার বকেয়া টাকা মেটাবে? যদিও নবায়নের তরফ থেকে জানানো হয়েছে টাকা হাতে এলে বকেয়া পাওনা মেটাতে খরচ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ে টাকা দিতে না পারার কারণে রাজ্য সরকারকে ধার করে এবং পাওনা মিটিয়ে দিন কাটাতে হয়েছে।