সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভূমিকম্পে কেঁ’পে উ’ঠ’লো মঙ্গলে থাকা সব যন্ত্রপাতি, তাতে বিজ্ঞানীদের কি লা’ভ হ’লো?

এবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মঙ্গলের মাটি। মানুষ এখনও এই মঙ্গলের মাটিতে যেতে না পারলেও তাঁর একাধিক যন্ত্রপাতি পাঠিয়ে দিয়েছে। সেই সমস্ত যন্ত্রপাতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল । নাসার ইনসাইট ল্যান্ডার মাপজোক করে জানিয়েছে, লালগ্রহে এই ভূমিকম্পের তীব্রতা ৫ ম্যাগনিচিউড।

ইনসাইট ল্যান্ডার মঙ্গলে পা রাখার পর এটাই সবথেকে বড় ভূমিকম্প। এর আগে ৪.২ ম্যাগনিচিউড দেখেছিল ল্যান্ডারটি। ৫ ম্যাগনিচিউড শুনে মনে হতে পারে এ আর এমন কী, পৃথিবীতে প্রায়ই কোথাও না কোথাও এই তীব্রতার ভূকম্প হয়েই চলেছে।

তবে, ইনসাইট ল্যান্ডারের মিশন চলাকালীন বিজ্ঞানীরা যত বড় ভূমিকম্প আশা করেছিলেন এটা তার কাছাকাছিই। জানা গিয়েছে, মঙ্গলের মাটি কেঁপেছিল গত ৪ মে। মঙ্গলের দিনের হিসেবে ১২২২তম দিনে ভূমিকম্পের সাক্ষী হয় ইনসাইট ল্যান্ডার।

আরো পড়ুন: বিরাট অ’ফা’র দি’চ্ছে iPhone, কম টাকায় Android ফোন থেকে চ’লে আ’সু’ন Apple-এ

প্রশ্ন হল, এই ঘটনায় বিজ্ঞানীদের কী লাভ হল। লাভ হয়েছে বিস্তর। ‘অপার্থিব’ গোলকে মানুষের পাঠানো যন্ত্রপাতি পরিচালনা করে জেট প্রোপালশন ল্যাবরেটরি । তারা জানাচ্ছে সিসমিক ওয়েভের প্রভাবে মঙ্গলের ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর-এ পরিবর্তন হয়।

সিসমোলজি বিশেষজ্ঞরা সেই পরিবর্তন পরীক্ষা করে বিভিন্ন স্তরেএ কম্পোজিশন জানতে পারেন। JPL বলছে, মঙ্গলের গঠন জানতে পারলে পৃথিবী এবং চাঁদ সহ একাধিক পাথুরে জগতের গঠন সম্পর্কে জানা যাবে।