সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান, কট্টরপন্থীদের সাথে প্রশাসনের সং’ঘ’র্ষে মৃ’ত ১০

ফের উত্তপ্ত হয়ে উঠল পাকিস্তান। পুলিশের সঙ্গে উগ্র মুসলিমবিরোধীদের সংঘর্ষে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ জ্বলছে। এই সংঘর্ষের জেরে ইতিমধ্যেই লাহোরে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে 3 জন পুলিশ কর্মীও রয়েছেন। অন্তত দুই হাজার কট্টরপন্থী মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তান বা টিএলপি সদস্যরা একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন। তাদের দলের শীর্ষ নেতা সাদ হোসেন রিজভী জেলবন্দি। তাকে মুক্ত করার উদ্দেশ্যে সরব হয়েছেন তার দলের সদস্যরা। এছাড়াও ইসলাম ধর্মের পরিপন্থী ক্যারিকেচার ইস্যু নিয়ে পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বিতাড়িত করার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার বিকেল থেকেই এই ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে লাহোর। শনিবার লাহোর থেকে পদযাত্রা করি ইসলামাবাদ পর্যন্ত পৌঁছানোর উদ্যোগ নিয়েছিলেন টিএলপি সদস্যরা। তবে মাঝপথে পুলিশ তাদের আটকে দেয়। সে সময় উভয় পক্ষের সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়। এর মধ্যে সাতজন ছিলেন টিএলপির সদস্য।

শনিবার রাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। টিএলপির তরফ থেকে দাবি করা হয়েছে যে পুলিশের মারে তাদের কর্মী সমর্থকদের মৃত্যু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার জানিয়েছেন পুলিশ কর্মীদের হত্যার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। টিএলসি সদস্যদের বিরুদ্ধে অপহরণ, খুন, সরকারি সম্পত্তি নষ্টসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।