সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র পর কন্যার কাছ থেকে এই ছোট্ট জিনিস আশা করলেও না পেয়ে নীরবেই স’রে যান মায়েরা!

সন্তানের সঙ্গে মায়ের টান থাকে নাড়ির। কিন্তু তার সাথে অনেক সময় মায়েদের আক্ষেপ করে বলতে শোনা যায় বিয়ের পরে বদলে গেছে মেয়ে। সন্তানের বিয়ের পরেও কিছু আশা থেকে যায় বাবা মায়েদের মধ্যে। দুজনেই হয়তো দুজনের সব আশা পূরণ করতে পারেন না। তবুও বিয়ের পরে মায়ের সঙ্গে যোগাযোগ রাখার এবং কয়েকটা নিয়ম মেনে চলার গুরুত্ব রয়েছে অপরিসীম।

হাজার ব্যস্ততার মধ্যেও মাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সংসারের কাজ কিংবা অফিসের কাজ সামনে একবার ফোন করতেই পারেন। সারাদিনের টুকটাক কথা কয়েকটা মিনিটের মধ্যেই বলে নিতে পারেন। মাঝেমধ্যে মায়ের সঙ্গে দেখা করতে পারেন। তবে আপনার যাওয়া যদি সম্ভব না হয় ভিডিও কলিং এ বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন।

ছেলে মেয়ে বড় হয়ে গেলেই বাবা মা এদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে হয়তো তারা আমাদের থেকে দূরে চলে গেছে। মাকে বুঝিয়ে দিন যে তার গুরুত্ব আপনি কোনদিন ভুলতে পারবেন না তাই আপনার জীবনে যতই কাজ থাকুক না কেন একবার মাকে কল্পনা করুন। বাবা মায়েরা কখনো সন্তানের কাছ থেকে উপহার চান না তারা চান ভালবাসা।

আরো খবর: ভারতীয়রা ভুটান যে’তে পারবেন মাত্র ১০ টাকাতেই! নি’য়’মে ব’ড়ো বদল!

তবুও তাদের মুখ খোলার আগে তাদের কিছু উপহার দিয়ে অবাক করে দিতে পারেন। আপনাকে নিশ্চয়ই মা খুবই দুশ্চিন্তা করেন।তাই অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে যে আপনি ভালো আছেন। অযথা যেন সে আপনার জন্য কোনরকম চিন্তা না করেন।

আপনি ভালো আছেন শুনলে তিনি ভালো থাকবেন। মায়ের সঙ্গে মাঝেমধ্যে ভালো সময় কাটান নিজের সংসারের সমস্যা একা মিটানোর চেষ্টা করুন মায়ের কাছ থেকে কোন টিপস নিতে পারেন। নিজে ভাল থাকুন এবং অবশ্যই মাকে ভালো রাখুন।