সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংক লো’ন নিয়ে ব’ড়ো খবর, এবার EMI বে’শি হ’তে চলেছে

ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব কষা সুদের হার (এমসিএলআর)15 বেসিস পয়েন্ট বাড়াল এসবিআই ব্যাংক। এর ফলে বাড়ি, গাড়ি ছাড়াও অন্যান্য ঋণের উপরে সুদ বাড়বে। যার ফলে বেড়ে যাবে মাসিক কিস্তির পরিমাণ (ইএমআই)।

নতুন এই হার 15 নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে ব্যাঙ্ক জানাচ্ছে। এছাড়া কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এক বছরের লোনের ক্ষেত্রে এমসিএলআর 20 বেসিস পয়েন্ট কমিয়েছে। তা 8.75% থেকে কমে 8.55% হয়েছে।

এই নতুন হার 16 নভেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে অন্যান্য মেয়াদের লোনের এমসিএলআর বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্ক জানাচ্ছে, অক্টোবরে যেখানে অন্য মেয়াদি লোনের এমসিএলআর ছিল 7.70-8.95%, তা সংশোধিত করে 7.80-9.05% করা হয়েছে।

আরো পড়ুন: আজ শুক্রবার, রাশি হিসেবে মিলিয়ে দেখুন কেমন কা’ট’বে দিনটি (18.11.2022)

ওয়াকিবহাল মহলের মতে, এসবিআই-এর পথ অনুসরণ করেই এক বছরের মেয়াদ বাদ দিয়ে অন্য মেয়াদি লোনের ক্ষেত্রে এমসিএলআরের হার বাড়িয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।

অবশ্য এসবিআই এমসিএলআরের হার বাড়ানোর পরেই অন্য ব্যাঙ্কগুলো যে সে পথে হাঁটবে, তা মোটামুটি নিশ্চিত ছিল। বাস্তবেও তেমনটাই হল। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এক বছরের লোনের মেয়াদ এমসিএলআর কমালেও বাকি সমস্ত মেয়াদি লোনের ক্ষেত্রেই তা বৃদ্ধি করেছে।