সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুঁড়ি ক’মা’তে বললেন মমতা, এতেই নিজের প্রিয় খাবার ছাড়লেন সুরেশ আগরওয়াল

ব্রেকফাস্ট হোক বা ডিনার, খাবার পাতে চাই শুধু পকোড়া! এভাবেই খেতে খেতে নিজের ওজন 100 কেজি ছাড়িয়ে গিয়েছিলেন ঝালদা পৌরসভার প্রধান সুরেশ আগারওয়াল। পরিবারের তরফ থেকে হাজারবার সতর্ক করা হলেও তিনি কানের তোলেননি কোনো কথা। তবে দলীয় নেত্রীর পরামর্শ তিনি আর উপেক্ষা করতে পারেননি।

সম্প্রতি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝালদা পৌরসভার প্রধানকে হেলদি লাইফ স্টাইলে বাঁচার উপদেশ দিয়েছিলেন। তাই নিজেকে আমূল বদলে ফেললেন সুরেশ আগারওয়াল।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র তিনি খাবার তালিকা থেকে ছাঁটাই করেছেন পকোড়া। ভুঁড়ি কমানোর জন্য তিনি তার সাধের পকোড়া আর মুখে না তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন: দেওয়ালে লাদেনের বিশাল ছ’বি, লে’খা দুনিয়ার সে’রা ইঞ্জিনিয়ার! বরখাস্ত সরকারি ক’র্মী

সম্প্রতি প্রশাসনিক বৈঠকের সুরেশবাবু বিরাট আকারের ভুঁড়ি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পকোড়া খাওয়া কমান নয়তো চেহারা যেভাবে বাড়ছে তাতে যে কোনোদিন ব্লক হয়ে যাবেন!

প্রতিদিন রোজ দেড় ঘন্টা যোগাসন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নিজেকে আমূল বদলে ফেলেছেন সুরেশ আগারওয়াল।

সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন প্রায় দুদিন তিনি পকোড়াতে হাত পর্যন্ত দেননি। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য সম্পর্কে এতটা চিন্তিত সেখানে তিনি তার কথার অন্যথা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। পকোড়া না খেয়ে থাকার অভ্যেস করছেন তিনি। দিদির কথা মেনে প্রিয় খাবার বাদ দিয়েছেন।