সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“যেমন প্রকল্প তেমন সাজো” অ’ভি’ন’ব উ’দ্যো’গ দু’য়া’রে সরকার প্র’ক’ল্পে

মালদা; ১৭ফেব্রুয়ারী: দুয়ারে সরকার প্রকল্পে ভিন্ন চিত্র ধরা পড়ল। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ। যেমন প্রকল্প তেমন সাজো। লক্ষীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম, আবার কৃষক বন্ধুর জন্য কৃষককে সেজে দেওয়া হচ্ছে ফর্ম। মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি।

মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানেই দেখা গেল অভিনব এই ধরনের উদ্যোগ। সরকারি প্রকল্পের উপর মানুষের উৎসাহ এবং প্রকল্প সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট করার জন্য এরকম উদ্যোগ বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে। রাজ্যের প্রত্যেক মানুষ যাতে সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পায় তাই এই ধরনের উদ্যোগ নেয় রাজ্য সরকার।

কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক গ্রামের বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন। লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া। অর্থাৎ প্রত্যেক মানুষ যাতে সরকারি সুযোগ-সুবিধা সঠিক ভাবে পায়। প্রথমদিকে দেখা যায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে মানুষের বাঁধভাঙ্গা ভিড়ের ফলে তৈরি হচ্ছিল বিশৃঙ্খলা। বহু মানুষকে কাজের জন্য গিয়েও কাজ না হওয়ায় ঘুরে আসতে হচ্ছিল।যা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। কিন্তু এই দিন দেখা গেল একদম অন্য চিত্র।

মানুষের ভিড় থাকলেও কেউ কোনো সমস্যায় পড়েনি। সঠিক ভাবে ফর্ম দিয়ে এবং ফর্ম জমা নিয়ে চলেছে প্রকল্পের কাজ। ফলে খুশি সাধারণ মানুষ। লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হচ্ছে এই ক্যাম্পে। লক্ষীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম। কৃষক বন্ধুর জন্য কৃষককে সেজে। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। প্রত্যেকটা প্রকল্প সম্বন্ধে সঠিক ভাবে ধারণা পাচ্ছে মানুষ।

স্থানীয় বাসিন্দা সাজউদ্দিন বলেন, আমার কৃষক বন্ধু প্রকল্প হচ্ছিলো না। তাই আজ এসেছি। এসে দেখছি খুব সুন্দর ভাবে কাজ হচ্ছে। কৃষক বন্ধুর জন্য ফর্ম দিচ্ছে কৃষকরা।ফর্ম নিয়ে জমা দিয়েছে আশা করি কাজ হয়ে যাবে। পরিষেবা খুব ভাল।”

পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আবদুর রহমান বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং নির্দেশে আজ আমাদের এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প শুরু হল। মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ। লক্ষীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে। মানুষ যাতে প্রত্যেকটি প্রকল্প সঠিক ভাবে বুঝতে পারে এবং পরিষেবা পায় সেটাই আমাদের লক্ষ্য।বিডিও সাহেব উপস্থিত ছিলেন। বিধায়কও আসবেন।

হরিশ্চন্দ্রপুর ২ ব্লক বিডিও বিজয় গিরি বলেন, আজ দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প ছিল। সব কাজ সঠিক ভাবে হয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকে সঠিক পরিষেবা পেয়েছে।

সরকারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প করা হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক গ্রামের বহু মানুষ এই প্রকল্প গুলির সুবিধা পান না।কারণ প্রত্যেকটি প্রকল্প সম্বন্ধে তারা সঠিক ভাবে জানতে পারেন না।সমন্বয়ের অভাবে ঘটে সরকার এবং মানুষের মধ্যে। সেই অভাব যাতে না হয় তার জন্য রাজ্য সরকারের এরকম উদ্যোগ। আর সেই উদ্যোগ বাস্তবায়ন করতে যে ধরনের অভিনব পদক্ষেপ নেওয়া হল তা সত্যি প্রশংসা যোগ্য।