সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বে’সরকারি’ক’র’ণের প্রতি’বা’দে সা’রা’দেশ জু’ড়ে ধ’র্ম’ঘ’টে’র ডা’ক দিল পো’স্টা’ল এম’প্লয়ি ইউ’নি’য়’ন

বেসরকারিকরণের প্রতিবাদে সারাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল পোস্টাল এমপ্লয়ি ইউনিয়ন

মালদা,১০ আগস্ট : ডাক দপ্তরের বেসরকারিকরণ ও আমানতকারীদের প্রায় ১১ লক্ষ কোটি টাকার সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সারাদেশ জুড়ে এক দিনের ডাক ধর্মঘটের ডাক দিল ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়ি ইউনিয়ন।

বুধবার সারাদেশের পাশাপাশি মালদা জেলাতেও ডাক কর্মচারীরা ধর্মঘটে সামিল হন। শহরের ফোয়ারা মোর এলাকায় মালদা পোস্ট অফিসের সামনে সকাল থেকেই সংগঠনের সদস্যরা ধর্মঘটের পক্ষে স্লোগান দেন।

সংগঠনের জেলা সম্পাদক সুশান্ত মজুমদার বলেন, ডাক দপ্তরের বেসরকারীকরণ ও আমানতকারীদের কোটি কোটি টাকার সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ, সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা, কর্মচারীদের নিরাপত্তা, এজেন্ট এর কর্মসংস্থানের নিরাপত্তা, সমস্ত শূন্য পদ পূরণ করার দাবি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সারাদেশ জুড়ে ডাক ধর্মঘটের ডাক দেওয়া হয়।