সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে বাড়িতে জাতীয় পতাকা উ’ত্তো’ল’ন করলে কেন্দ্রের সার্টিফিকেট মি’ল’বে

ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে এই বছর। তাই দেশ জুড়ে তথা সমস্ত রাজ্যে চলছে তার বিশেষ প্রস্তুতি। আর এর মধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, এই দিনকে স্মরণীয় করে রাখতে দেশবাসীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিতে জাতীয় পতাকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এছাড়াও স্বাধীনতা দিবসের দিন দেশের সব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রের “আজাদী কা অমৃত মহাৎসভ” পালনে অংশগ্রণ করতেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ হার ঘর তেরঙ্গা’ প্রচার অভিযানের ঘোষণা করেছিলেন।

দেশপ্রেম এবং জাতির প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে এই প্রচার অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী এই অভিযান স্বরূপ নিজের প্রোফাইলে জাতীয় পতাকা সেট করে ফেলেছেন। সকলকে করতে উৎসাহও দিচ্ছেন। এই অভিযানে দেশের সকল নাগরিক অংশগ্রহণ করতে পারবে।

আরো পড়ুন: আগামীকাল কি ছুটি কা’টা’তে যাচ্ছেন? মন্দারমণি-দীঘার আবহাওয়া কেমন থা’ক’বে জেনে নিন

এই ছবি পোস্ট করার জন্য একটা ওয়েবসাইট ও খোলা হয়েছে। Hargharteranga.com বলে এই ওয়েবসাইটে নিজের ছবি তুলে পোস্ট করতে পারবেন সকলে। এই ছবির জন্য কেন্দ্র থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে বলেও জানা গেছে। বিশেষ করে দেশের ছাত্র-ছাত্রীদের এই প্রচার অভিযানের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করে পতাকা উত্তোলন করে ছবি পোস্ট করলেই পাওয়া যাবে এই সার্টিফিকেট। কিভাবে করবেন এই পোস্ট আসুন জেনে নেওয়া যাক। প্রথমে hargharteranga.com ওয়েবসাইটটা ওপেন করবেন। তারপর হোমপেজে ‘hargharteranga’ লিংকে ক্লিক করবেন। তারপর নিজের নাম লিখবেন। লিখে একটা নিজের ছবি তুলবেন।

সেটা তারপর পোস্ট করবেন। চাইলে নাম সহ ইমেইল এড্রেস ও দিতে পারেন। এই পোস্টের সময় আপনার লোকেশন অ্যাক্টিভ রাখবেন। তারপর নিজের লোকেশনে একটা জাতীয় পতাকা পিন করতে হবে। আর এই প্রক্রিয়া শেষ হলেই সার্টিফিকেট পাওয়া যাবে। সেটা ডাউলোড করে নিলেই এই অভিযান সমাপ্ত হয়ে যাবে।