সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ বছরের কম শিশুদের কো’ভি’ড টি’কা দেওয়া হবে, জানুন বি’শ’দে

যখন নতুন করোনার টিকা প্রথম আবিষ্কার হলো, তখন সারা বিশ্বে এক রব উঠেছিল, যে কত বয়স থেকে কত বয়সের মধ্যে টীকা দেওয়া উচিৎ? তখন তার পরিষ্কার কোনো উত্তর পাওয়া না গেলেও এখন তা স্পষ্ট।

কারণ এবার জানা যাচ্ছে আমেরিকার Food and Drug Administration র তরফ থেকে, এখন থেকে ৫ বছরের কম বয়সী শিশুদেরও দেওয়া হবে করোনার টিকা।

একটা সময় এই নিয়ম ছিল না , যা নিয়ে অনেক মানুষের মনেই প্রশ্নের সঞ্চার হয়েছিল ঠিকই। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম অনুযায়ী একই বয়সের মধ্যে টীকা দেওয়া শুরু হয়না।

আরো পড়ুন: ATM থেকে বে’র হয়েই চলেছে ৫০০ টা’কা’র নোট, টা’কা হাতাতে দৌ’ড় লাগান জনগণ

কিন্তু গত বুধবার এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণেই ৫ বছরের কম বয়সী শিশুদেরও দেওয়া হবে করোনার টিকা।এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে, হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?

যদি আমেরিকার সমীক্ষায় দেখা যায়, তাহলে লক্ষ্য করা যায় যে ৪ বয়সী কম শিশুদের মৃত্যুর সংখ্যা ৪৮০, যেটা অনেকটাই চিন্তার, কারণ সাধারণত ফ্লু জ্বরের থেকে অনেকটাই বেশী।

তাই সদ্যজাত কিংবা ক্ষুদেদের মধ্যে যে একেবারেই কম করোনার দাপট, তা কিন্তু নয়। তাই আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এই টিকাকরণ।

যদি আমেরিকায় পরিসংখ্যান লক্ষ করা যায়, ৫ বছরের কম বয়সী শিশুদের তাহলে দেখা যাবে ৪৫ হাজারের মতো শিশুদের করোনার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

যা সত্যি অবাক করা একটি তথ্য। এটা শুধু আমেরিকায়, সারা বিশ্বে এর পরিসংখ্যান কেমন হবে? তাহলে বোঝাই যাচ্ছে। তাই আর কোনোভাবেই কোনো রিস্ক না নিয়ে তাদের টিকাকরণ ইতিমধ্যেই শুরু করে দেওয়া উচিৎ বলেই মনে করা হচ্ছে।