সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপেক্ষার অবসান, এ মাসেই খু’ল’ছে শিয়ালদহ মেট্রো

আগামী 31 এ মে থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের দরজা খুলে যাচ্ছে যাত্রীদের জন্য। কমিশনার অফ রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইতি মধ্যেই শিয়ালদহ স্টেশন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত কবে আসবে তা জানা যাচ্ছিল না। 11 ই এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও নানা কারণে দিন পিছাতে থাকে। শেষ পর্যন্ত এই মাসের মধ্যেই বাধা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।

আগামী 31 এ মে শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে কলকাতা মেট্রো উদ্বোধন করা হচ্ছে।

আরো পড়ুন: আপনার মুখের গ’ন্ধে কি লোকজন দূ’রে স’রে যা’চ্ছে? এই মশলাগুলো মু’খে দিন

কলকাতার মেট্রো ডেপুটি জেনারেল জানিয়েছেন এখনো পর্যন্ত লিখিত কোনো নির্দেশিকা আসেনি। তবে আগামী 31 এ মে স্টেশনের উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো ট্রাক এবং স্টেশন নির্মাণের দায়িত্ব থাকা কে এম আর সি এল এর অধিকর্তারাও একই কথা জানিয়েছেন। শিয়ালদহ রেলস্টেশন থেকে 17 মিটার নিচে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে।

আটটি সিড়ি, 18 টি এস্কেলেটর, 5 টি লিফট এবং চারটি প্ল্যাটফর্ম রয়েছে এখানে। সেক্টর ফাইভ থেকে কুড়ি মিনিট অন্তর এই লাইনে ট্রেন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।