সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ১ কেজি ঢেঁড়শের দাম মাত্র ৮০০ টা’কা! লাল রঙের এই সবজি চা’ষ করে হয়ে যান লাখপতি, পড়ুন বিস্তারিত

১ কেজি ঢ্যাঁড়শের দাম ৮০০ টাকা। শুনেই তো চোখ কপালে ওঠার মতো অবস্থা! হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে এই ঢ্যাঁড়শ সেই ঢ্যাঁড়শ নয়, যা আমরা বাজার থেকে কিনে এনে রান্না করি। বরং এই গাছের রং সবুজের বদলে লাল। আর এই নতুন প্রজাতির ঢ্যাঁড়শ চাষ করেই লাখপতি এক যুবক। লাল রঙের এমন ঢ্যাঁড়শ চাষ করে রাতারাতি দেশবাসীকে চমকে দিয়েছেন মধ্যপ্রদেশের এক চাষী মিসরিলাল রাজপুত। লাল রঙা বিরল প্রজাতির ঢ্যাঁড়শ চাষ করার কারণে তিনিই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ওই চাষির বাড়ি মধ্যপ্রদেশের ভূপালের খাজুরি কালান। আমরা সাধারণত বাজার থেকে যে ঢ্যাঁড়শ কিনে আনি, তার দাম অনেক কম। হয়তো খুব বেশি হলে সেই ঢ্যাঁড়শের দাম কেজিপ্রতি ৪০-৫০ টাকা । অন্যদিকে সবুজ ঢ্যাঁড়শের তুলনায় লাল ঢ্যাঁড়শের দাম প্রায় কুড়ি গুন বেশি। এই ধরনের ঢ্যাঁড়শ মাত্র ১ কুইন্টাল চাষ করলেই অন্ততপক্ষে লাখের কাছাকাছি উপার্জন হতে পারে।

মিসরিলালের বাড়ির কাছেই রয়েছে কয়েক বিঘা জমি। সেখানে চাষবাস করেই তারা জীবন-যাপন করেন। ওই চাষীর এমন পদক্ষেপের কারণ হল চাষ-বাসের ক্ষেত্রে অভিনবত্ব আনা। নতুনত্ব আনতে নতুন ধরনের এই লাল ঢ্যাঁড়শের চাষ করার কথা ভাবেন তিনি। নতুন প্রজাতির এই ঢ্যাঁড়শ চাষ করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ভেজিটেবিল রিসার্চ থেকে ট্রেনিং নিয়েছিলেন তিনি। তিনি বলেন এই ঢ্যাঁড়শ চাষ করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে।

পরবর্তীকালে মিসরিলাল বারানসি এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে কিনে এনেছিলেন ১ কেজি বীজ। সেই বীজ রোপণ করা শুরু করেন জুলাই মাসের প্রথম দিকে। এরপর ৪০ দিনের মাথায় লক্ষ্য করা যায় সেই সকল ঢ্যাঁড়শ বাড়তে শুরু করে। মিসরিলাল এই ঢ্যাঁড়শ চাষ করার জন্য কোন রকম রাসায়নিক সার ব্যবহার করেননি বলে খবর।

মিসরিলালের উদ্যোগে ভারতের মাটিতে এই লাল ঢ্যাঁড়শ চাষ প্রথম বার হলেও এর আগে এই লাল রস পাওয়া যেত ইউরোপ থেকে। কিন্তু এখন সেটা উৎপাদন সম্ভব হয়েছে ভারতের মাটিতে। সেই চাষী জানিয়েছে যে বিভিন্ন শপিংমলে এই ঢ্যাঁড়শের আড়াইশো গ্রাম বিক্রি হয় হয় ২৫০–৩০০ টাকার মধ্যে।

তাহলে জেনে নেওয়া যাক ওই চাষির চাষ করা ঢ্যাঁড়শে কি এমন আছে যাতে এর এত দাম। এই ঢ্যাঁড়শের গুণাবলীও রয়েছে অনেক। এই প্রসঙ্গে ওই চাষী জানিয়েছেন, “আমরা সাধারণত সবুজ ঢ্যাঁড়শ দেখতে অভ্যস্ত। লাল ঢ্যাঁড়শ দেখা যায় না বললেই চলে। কিন্তু সবুজ ঢ্যাঁড়শের তুলনায় এর পুষ্টিগুণ অনেক বেশি। যাদের হার্টের অসুখ রয়েছে কিংবা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সমস্যা আছে, তাদের জন্য এই লাল ঢ্যাঁড়শ খুবই উপকারী। এরমধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং রোগ সারিয়ে তুলতে সাহায্য করে।”