সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার মুখের গ’ন্ধে কি লোকজন দূ’রে স’রে যা’চ্ছে? এই মশলাগুলো মু’খে দিন

মুখে গন্ধ হওয়াএকটি বড় সমস্যা। মুখের গন্ধ রোগটির জন্য যে কোন মানুষ তার কনফিডেন্স খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলতে পারে। অনেকে মুখের গন্ধ ফেরানোর জন্য দুই তিনবার করে ব্রাশ করে থাকেন কিন্তু তা সত্ত্বেও এই সমস্যা সমাধান করতে পারে না। এই প্রতিবেদনে আমরা কয়েকটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যে গুলি ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বিশেষ করে এই মুখে গন্ধ হওয়ার কারণ হলো ব্যাকটেরিয়া অথবা যদি দাঁতে কোন রকম সমস্যা থাকে তাহলে সে ক্ষেত্রে তবে এই ধরনের রোগ যদি না পারে তবে হয়ে যেতে পারে অবশ্য পাইরিয়া রোগ, তবে এই ধরনের সমস্যার থেকে আপনাকে সাহায্য করতে পারে একটি মশলা।

রোজ যদি চিনির বদলে দারুচিনি মিশিয়ে চা খাওয়া যায় তবে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ অনেকটাই কেটে যায়। অন্যদিকে ওজন কমে।এছাড়াও মৌরিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ,যেটি খাওয়া হলে অনেক উপকার পাওয়া যায়। মুখে দুর্গন্ধ কমাতে মৌরি ব্যবহার করা অত্যন্ত কার্যকরী।

আরো পড়ুন: SBI-তে আপনার ACCOUNT আ’ছে না’কি? তবে লোন পাবেন বাড়ি বসেই! জেনে নিন

অথবা ধরুন কিছু খেয়েছেন কিছু তারপরে মুখে গন্ধ হচ্ছে এইরকম একটি সমস্যা হলে একটু লেবু চিপে নিয়ে সেটি খাবার খাওয়ার পর খেয়ে নিন, সে ক্ষেত্রে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।