সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কান্নাকাটি না করে য’দি ক’থা শো’না হয় তবে পুরস্কার ১০০ টা’কা! ভাইরাল ছেলে ও বাবার চুক্তিপত্র

সেকেলে আমলের বাচ্চাদের মানুষ করার প্রথা, এই আমলে গিয়ে তেমন ভাবে খাপ খায় না। গুরুজনদের সর্বদা কথাও শোনা হয় না। নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে কি আর গুরুজন? একেবারে হাতে গোনা মা বাবা। তাও মা বাবার কথা শোনে না বাচ্চারা। তাই বলে গায়েও হাত তোলা যায় না, আদরের সন্তান বলে কথা। তাহলে তাদের বাড়বাড়ন্ত কমার প্রথা কি? সেই পুরোনো প্রথাগত বিদ্যা অবলম্বন করলে কি আর কাজ হবে? তাই নতুন নতুন ট্রিক অবলম্বন করাটাই শ্রেয়।

সম্প্রতি মা বাবারা তাই মাথায় রেখেই কাজ করছে। আদরের সন্তানদের মানুষ করার জন্য আজকাল কার যুগের নতুন পন্থা সেকেলে আমল থেকে একেবারেই নতুন। তাই সম্প্রতি ভাইরাল হয়েছে একটি চুক্তি পত্র যা দেখে বর্তমান পরিস্থিতির কথা আরও পরিষ্কার হল সবার সামনে।

আসলেই কি রয়েছে সেই চুক্তিপত্রে? সেখানে স্পষ্ট লেখা রয়েছে, এক বছর ছয়েকের বাচ্চার সাথে তার বাবার চুক্তি। সেই চুক্তি অনুযায়ী, যদি সেই শিশু তার নিয়ম মতন টু-ডু লিস্ট মেনে চলে কান্নাকাটি , ঝামেলা না করে, তাহলে সপ্তাহের শেষে ১০০ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে। আর সেই চুক্তিতেই সম্মতি প্রকাশ করেছে বছর ছয়েকের শিশু।

স্বামী বি’ক্রি করবো! ফেরত দেওয়া যা’বে না, নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলেন স্ত্রী

পরিবারে ২০ বছর পর জ’ন্মে’ছে মেয়ে, ঘোড়ার গাড়িতে ধুমধাম করে বাড়ি আ’ন’লে’ন দাদু

রোজ সকাল 8 টায় উঠতে হবে তাকে, তা ঠিক 10 মিনিট আগে এলাম দেওয়া থাকবে। সকালে সময় মত উঠে তাকে ব্রাশ, স্নান করা প্রাতরাশ করা। এমনকি সময়মতো টিভি দেখাও পড়াশোনা করা, ঘুমানোর আগ পর্যন্ত সমস্ত কিছু করার জন্য সময় ও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সে যদি প্রতি সপ্তাহে এই নিয়ম মেনে কোন ঝামেলা বা কান্নাকাটি না করে পালন করে। তাহলে সপ্তাহের শেষে তাকে 100 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই ধরনের চুক্তি আগে কখনো দেখা যায়নি, তাই সোশ্যাল মিডিয়ায় এই চুক্তি সামনে আসতে মানুষ দারুন মজা পেয়েছে।