সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরিবারে ২০ বছর পর জ’ন্মে’ছে মেয়ে, ঘোড়ার গাড়িতে ধুমধাম করে বাড়ি আ’ন’লে’ন দাদু

নতুন অতিথি বাড়িতে, এতেই মন আনন্দে ভরে উঠে। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন ঘটেছে। কিন্তু পরিবারে নতুন অতিথি আসবে সেই নিয়ে, অনেক পরিবারে এখনো পর্যন্ত হিসেব-নিকেশ হয়ে চলে। ছেলে না মেয়ে এই ধরনের দ্বন্দ্ব মনের মধ্যে এখনো চলে, অনেক মানুষের।মেয়ের থেকে ছেলে হলেই যেন একটু বেশী খুশী হত বাড়ির লোকজন,এই ধরনের মনোভাব আমাদের আধুনিক সমাজে এখনো ঘুরে বেড়াচ্ছে।

সম্প্রতি এই ধরনের মনোভাবের মানুষের ওপর সপাটে চড় লাগালেন, আমেদাবাদের আশ্রানি পরিবার। কারণ তাদের সদ্যোজাত কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার জন্য, যে ধরনের আয়োজন করেছেন তারা। তা সত্যি অবাক করছে সবাইকে। বিশেষ করে যারা কিনা এখনো পর্যন্ত ছেলেমেয়ের বাচ-বিচার করতে থাকে বিভিন্ন ধরনের কাটাছেঁড়া করতে থাকে, তাদের একেবারে ভিমড়ি খাওয়ার জোগাড়।

Girl child born after 20 years is music to family’s ears

গত 29 জানুয়ারি সেই আশ্রানি পরিবারে একেবারে আনন্দের জোয়ার এসেছে, কারণ তাদের ঘরে এসেছে লক্ষী। ছোট্ট কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই মা ও বাবার মন আনন্দে ভরে উঠেছে। তার থেকেও বেশি খুশি হয়েছে পরিবারের অন্যান্য লোকেরা, কারণ একটাই গত কুড়ি বছর পর তাদের পরিবারে এই প্রথম কন্যা সন্তানের জন্ম। সদ্যোজাত কন্যা সন্তানের দাদু সেই খবর পেয়ে আনন্দে আকাশ ছুঁয়েছে, তার জন্য কোনোভাবেই আর তর সইছেনা নাতনিকে বাড়িতে নিয়ে আসার।

আর সেই কারণেই এত আয়োজন, প্রথমে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। আনন্দে সবাইকে পরপর ফোন করতে থাকেন তিনি। কিভাবে নিয়ে আসা যায় বাড়িতে নাতনিকে? এইসব মাথায় ঘুরছিল তার। পরে একেবারেই ঘোড়ার গাড়ি করে পৌঁছে যান হাসপাতালে দাদু । আর সেখানেই মা-বাবাসহ সদ্যোজাত শিশু চড়ে বসেন, ঠিক তার পেছনেই ব্যান্ড বাজিয়ে গানের তালে নাচতে নাচতে বাড়ি ফেরে সকলে।