সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেঘালয়ে বি’ধ্বং’সী সাইক্লোন, ৭৭ টি গ্রাম ক্ষ’তি’গ্র’স্ত

মেঘালয়ের প্রবল ঝড়। আর তার জেরেই ভাঙলো প্রায় দুই হাজারের বেশি বাড়ি। প্রশাসন সূত্রে জানানো হয়, পূর্ব ঘাসি হিল, রি-ভয়, দক্ষিণ ও উত্তর গারো হিল জেলায় বৃহস্পতিবার স্লাইকোন হয়।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রি’ভয় জেলা। সেখানে 77 টি গ্রাম মিলিয়ে 2 হাজারের বেশি বাড়ি ভেঙেছে। অনেক সরকারি ভবন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ত্রাণশিবির তৈরি করা শুরু হয়েছে। খোলা হয়েছে 24 ঘন্টা সক্রিয় থাকা কন্ট্রোল রুম।

সূত্র মারফত খবর, বাজ পড়ে উত্তর গারো হিলের খারকুট্টা গ্রামে এক মহিলা মারা যান। প্রচুর গাছ উপড়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। অসমের বিভিন্ন স্থানেও বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে বিস্তর ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: টা’কা বাঁ’চা’তে পারদর্শী এই ৩ রাশির জাতক-জাতিকারা

চিরাঙ জেলায় ভুটান সীমান্তে থাকা বেংতলের আন্ঠাইবাড়ি অর্কিড সংগ্রহালয় ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। প্রায় কুড়ি বছর ধরে একক প্রচেষ্টায় অর্ডিকগুলি সংগ্রহ করে গ্রিন হাউস তৈরি করেছিলেন অর্কিড প্রেমী অঞ্চরাম নার্জারি।

বছরের প্রথমেই সেই স্বপ্নের সংগ্রহশালা কার্যত ধ্বংস হয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েন। জনিয়ায়ে গাছ ভেঙে পড়ে এক মহিলা মারা যান। অন্য দিকে নববর্ষের শোকাচ্ছন্ন অসমের টিংখঙও।

ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে খেরনি এলাকায় একটি বাঁশঝাড়ে কয়েক জন মহিলা আশ্রয় নিয়েছিলেন। ঝড়ে বাঁশঝাড়ের গাছ উপড়ে এক নাবালিকা-সহ চার মহিলা মারা গেছেন।