সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোটি কোটি টা’কা আত্মসাৎ ও সরকারি গাড়ি বি’ক্রি’র অভিযোগে গ্রে’ফ’তা’র হতে পারেন ইমরান!

ঈদের আগেই কি তাহলে গ্রেফতার হতে চলেছে সম্প্রতি প্রধানমন্ত্রী পদ খোয়ানো ইমরান খান। এই জল্পনা কিন্তু এখন সাড়া দেশ জুড়ে। ইতিমধ্যেই ইমরান খানের বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ উঠেছে।

তাছাড়া সরকারি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যাকে বলে ঘড়ের শত্রু বিভীষণ, কারণ ইমরানের বিরুদ্ধে ধর্মাদ্রোহের অভিযোগ করেছে শুধু তাই নয় গ্রেফতারির জল্পনা আরও উস্কে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আনার সানাউল্লাহ।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সড়ানো হয়েছে ইমরান খানকে। একাধিক বিতর্কের মাঝেও তাকে সড়ানো সম্ভব হয়েছে।একটা সময় তিনি তাঁর আসনে আসীন ছিলেন। কিন্তু ইস্তফা শেষ পর্যন্ত দিয়েছেন তিনি।

আরো পড়ুন: অরুণ লাল দ্বিতীয় বি’য়ে করে ফেললেন ৬৬ বছর বয়সে, পাত্রীকে ‘কি’স’ করার ছ’বি ঝ’ড় তুললো

আগামী প্রধানমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছিল তিনিই পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন শাহবাজ শরীফ। এবার সমস্ত কিছু হওয়ার পরেই হঠাত করে ইমরান খানের বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ, যেখানে কিনা গ্রেফতারের কথাও উঠে আসছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ দুটো তাঁর মধ্যে প্রথমটি হল, গত বৃহস্পতিবার পবিত্র মদিনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয় ইমরান খানের সমর্থকেরা। শাহবাজ শরীফের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনে তারা।

ধর্মীয় পবিত্র স্থানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তাছাড়া এখানেই অভিযোগ শেষ হচ্ছে না। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ পর্যন্ত উঠেছে।

অভিযোগ এসেছে, ইমরান খান বর্তমানে BMW X5 গাড়ি ও বিদেশ থেকে পাওয়া একটি বন্দুক আত্মসাৎ করেছেন। এই বি এম ডব্লিউ নাকি প্রধানমন্ত্রীর অফিসের, কিন্তু সেই এখন নিজের দখলে করেছে ইমরান খান। এমনটাই তাঁর বিরুদ্ধে অভিযোগ।