সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাদাখ সীমান্তে শা’ন্তি ফিরিয়ে আ’ন’তে ফে’র বৈঠক ভারত ও চীন সেনার

লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর উদ্দেশ্যে আগামী বুধবার জম্মু-কাশ্মীরের চুশুল সেক্টর লাগোয়া মলডোতে একটি বৈঠকের আয়োজন করেছে ভারত এবং চীন। উক্ত বৈঠকে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন কমান্ডারের চতুর্দশ দফার বৈঠক ঘোষণা করা হয়েছে।

গত বছরের নভেম্বর মাসে নতুন দিল্লি এবং চীনের মধ্যে সীমান্ত নিয়ে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন এন্ড কো-অর্ডিনেশন এর 23 তম বৈঠক আয়োজন করা হয়েছিল সীমান্তবর্তী এলাকার বিবাদ মেটানোর উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন উভয় প্রতিবেশী রাষ্ট্রের সেনার কোর কমান্ডাররা।

ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ওপারেশন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া এই বৈঠকের দিন ঘোষণা করেছেন। এই বৈঠকের মাধ্যমে লাদাখে ভারত-চীন বিবাদের শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছেন তিনি। গত বছরের এপ্রিল মাসে ভারত চীন এলওসি পেরিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি সদস্যরা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশে ঘটায়।

সেই থেকেই কার্যত উভয় প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চাপানউতোর চলছে। এরই মাঝে গালওয়ান উপত্যকাতে উভয়পক্ষের সেনা সংঘর্ষে ভারতের কুড়ি জন সেনা শহীদ হন। চীনের নিহত সেনা সংখ্যা আরো বেশি বলেই দাবি করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। এখনো এলওসি বরাবর দু’পক্ষের 60 হাজারেরও বেশি সেনা মোতায়েন করা রয়েছে।