সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমার মা একজন বাঙালি বলেই এ’তো কা’জ করার শ’ক্তি পেয়েছি আমি, বললেন স্মৃতি ইরানি

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি সমবয়সি এক মহিলার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি বললেন, সব মেয়ের মধ্যেই নিজের পছন্দের কাজে সফল হওয়ার শক্তি আছে। গুণ আছে। তা খেয়াল রাখতে হবে।

এই মন্ত্রী প্রথম থ্রিলার বই লিখেছেন লকডাউনের সময়ে। রবিবার সে বই, ‘লাল সালাম’ নিয়ে আলোচনা করতেই বসেছিলেন ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’ প্রাঙ্গণে।

কিছু ক্ষণে মোড় ঘুরল কথোপকথনের। সাহিত্যচর্চার আড্ডায় জায়গা করে নিল সমাজে মহিলাদের অবস্থান এবং লড়াই। কোথা থেকে এত ধরনের কাজ করার শক্তি পেলেন স্মৃতি? একই সঙ্গে অভিনেত্রী, মন্ত্রী আবার সাহিত্যিক হওয়া তো সহজ কাজ নয়।

আরো পড়ুন: লন্ডন থেকে ডিগ্রি লা’ভ করা ভু’য়ো ডাক্তার ধৃ’ত কোচবিহারে, ব্যা’প’ক গন্ডগোল

তিনি বলেন, হয়তো তার মা বাঙালি বলে শক্তি পেয়েছেন বেশি। নিজের পছন্দমতো কাজ করা, ইচ্ছা মতো পড়ার শক্তি জুগিয়েছেন তাঁর মা-ই, জানালেন স্মৃতি। নিজের ছোটবেলার কথা বলে চলেন মন্ত্রী। জানান, অনেক কম বয়সেই মাকে বলেছিলেন জীবনে বড় কিছু করবেন তিনি।