সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের চা’পের কাছে ন’তি’স্বী’কা’র তালিবানদের, গুরুদ্বারে পুনঃপ্রতিষ্ঠা হ’লে’ন নিশান সাহিব

আফগানিস্তানের গুরুদ্বার থেকে যখন নিশান সাহিবকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তখনই ভারত তীব্র বিরোধিতা শুরু করেছিল। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নতি স্বীকার করে নিয়েছে তালিবানরা। তালিবান সংস্থা সম্পূর্ণ সম্মানের সঙ্গে থালা সাহেব গুরুদ্বারে তৃতীয়বার নিশান সাহেবকে প্রতিষ্ঠা করেছেন।

আমরা সকলেই জানি, তালিবান জঙ্গিরা কি ভীষণ ভাবে আফগানিস্থানে সন্ত্রাস ছড়িয়েছে কয়েকদিন ধরে। গতকাল, অর্থাৎ শুক্রবার পাখতিয়া প্রদেশের গুরুদুয়ারা থেকে নিশান সাহেবকে সরিয়ে দিয়েছিলো তালিবানরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র বিরোধিতা করে ভারত সরকার। ভারতের আপত্তি প্রদর্শিত হওয়ার পর অনেক দেশ এই ঘটনার বিরোধিতা শুরু করে। অবশেষে তালিবানরা গুরুদ্বারে নিশান সাহেব কে প্রতিষ্ঠা করে আসে।

এই বিষয়ে গুরুদ্বারের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, গতকাল নিশান সাহেবকে সরিয়ে দেবার পর কিছু তালিবান সেখানে এসে আরো একবার নিশান সাহেব কে প্রতিষ্ঠা করে দিয়ে যায়। সেই সঙ্গে নিজেদের ফোন নাম্বার দিয়ে বলে যায়, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে যেন তাদেরকে খবর দেওয়া হয়।

বর্তমানে আফগানিস্তানের অবস্থা আমাদের সকলের জানা। মার্কিন সেনা সরিয়ে দেবার পর আরও একবার তালিবানি জঙ্গি সন্ত্রাস ছড়িয়েছে গোটা আফগানিস্থানে। তবে তালিবান জঙ্গিরা চাইছেন, ভারতবর্ষের যাতে আফগান সরকারকে সমর্থন না করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ পেয়েছে ভারত, তাই আপাতত ভারতকে কিছুটা মান্য করে চলছে তালিবানরা।