সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিকের মেধা তালিকায় কারা কারা? রইলো নম্বর

প্রকাশিত হয়েছে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে মাধ্যমিক পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ওই একই জেলার মিউনিসিপাল হাইস্কুলের শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশনের বিদ্যামন্দিরের রিফাত হাসান সরকার।

এদিকে প্রতিবছরের মত এবারও একই ধারা বজায় রেখেছে কলকাতা মেধা তালিকায় নেই শহরের নাম। মালদা থেকে সবচেয়ে বেশি সংখ্যা পড়ুয়া প্রথম দশের তালিকায় স্থান করে নিতে পেরেছে। ওই মাধ্যমিক পরীক্ষায় সফলতার হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয়তে কলকাতা।

পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে এবারে পাশের হার 86.15 শতাংশ। মোট 16 টি জেলা থেকে 118 জন জায়গা করে নিয়েছেন প্রথম দশে। মাধ্যমিকে 99.57 শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে দেবদত্তা তার প্রাপ্ত নম্বর 697।

দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন তাদের প্রাপ্ত নম্বর 691 এই দুইজন হলেন শুভম পাল এবং রিফাত হাসান সরকার।তৃতীয় স্থানে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর 690। উত্তর 24 পরগনার বেড়াচাঁপার সৌম্যদীপ মল্লিক ওই একই জেলার টাকি রামকৃষ্ণ মিশনের অর্ক মন্ডল মাহির হাসান অর্ঘ্যদীপ সাহা মোঃ ইমতিয়াজ এবং স্বরাজ পাল।

চতুর্থ স্থানে যারা রয়েছে তাদের প্রাপ্ত নম্বর 689। রয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদ্রিতা সেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ বারুই পূর্ব মেদিনীপুরের রাম তারক হাই স্কুলের তুহিন বেরা এবং বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়।