সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যের হিন্দুদের সু’র’ক্ষা সুনি’শ্চি’ত করতে হেল্পলাইন নম্বর চা’লু করলো বজরং দল

হিন্দুদের সুরক্ষায় অবশেষে পশ্চিমবঙ্গে জারি হল হেল্পলাইন নম্বর। পশ্চিমবঙ্গের বজরং দল হিন্দুদের সুরক্ষার্থে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে।

কোনো হিন্দু থানায় গিয়ে আইনি সহায়তা যদি না পান তাহলে তিনি এই নম্বরে ফোন করে সহায়তা পেতে পারেন। শুক্রবার উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা দুটি নম্বর জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে তারা সর্বদা তৎপর। যদি কোন হিন্দুর কাছে সুরক্ষা না পৌঁছায় তাহলে তারা হেল্পলাইন নাম্বারের সহায়তা নিতে পারবেন।

আরো পড়ুন: যদি স’ম্প’র্ক তিক্ত হয়ে উঠে তবে পুরুষদের বি’রু’দ্ধে ‘ধ’র্ষ’ণে’র’ অভিযোগ ক’রা যাবে না! রা’য় দি’লো আদালত

উত্তরবঙ্গের জন্য ৯৫৬৩০৫৭৯১৬ নম্বর এবং দক্ষিণবঙ্গের জন্য ৮৬৩৭০৭৭১৩৪ কিংবা ৯৭৪৮৭৩৬৫৬৫ নম্বরে ফোন করতে পারেন। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র জানিয়েছেন গোটা দেশের মতো এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন।

তাদের জমি বাড়ি দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের থেকে সহায়তা পাচ্ছেন না। অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে হেল্প লাইন নম্বর জারি করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি দাবি করেছেন।

পুলিশ যদি হিন্দুদের অভিযোগ না নেয় তাহলে তারা সরাসরি এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। তাদের সুরক্ষা নিশ্চিত করবে বিশ্ব হিন্দু পরিষদ।