সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যদি স’ম্প’র্ক তিক্ত হয়ে উঠে তবে পুরুষদের বি’রু’দ্ধে ‘ধ’র্ষ’ণে’র’ অভিযোগ ক’রা যাবে না! রা’য় দি’লো আদালত

কেরালা হাইকোর্টে তরফ থেকে এবার বিশেষ ঘোষণা। কোন দম্পতির সম্পর্কে যদি কখনো তিক্ততা জন্মায় তবে সে ক্ষেত্রে পুরুষদের বিরুদ্ধে গিয়ে তাদের প্রতি ‘ধ’র্ষ’ণে’র মামলা করা যাবে না কেরালা হাই কোর্ট এই ঘোষণা করেছে।

সম্প্রতি কেরালা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি হয় এবং সেই সময়ই কেরালা হাই কোর্টের তরফ থেকে জানানো হয় যদি সম্পর্কের তিক্ততা হয় তবে কোন ব্যক্তির বিরুদ্ধে ‘ধ’র্ষ’ণে’র অভিযোগ আনা যাবে না।

হাইকোর্টে শুক্রবার নবনীতের এন নাথের জামিন সম্পর্কের মামলার শুনানি হচ্ছিল এবং এই শুনানির সময় এই ঘোষনা করে হাইকোর্ট নবনীত এন নাথের বিরুদ্ধে একই অভিযোগ ছিল যে নবনীত চার বছর ধরে এক মহিলার সাথে সম্পর্ক রেখেছিলেন এই সম্পর্ক রাখার পরেও তিনি একটি নতুন করে বিয়ে করার চিন্তা ভাবনা করেন।

আরো পড়ুন: দুঃখজনক খবর দি’লো হাওয়া অফিস, এবার পুজোয় কি তাহলে ভা’রী বৃষ্টিপাত?

এই ঘটনাটি যখন ওই মহিলা জানতে পারেন তখন নবনীতের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা তার সঙ্গে দেখা করেন এবং আত্মহত্যা চেষ্টা করেন, যার পড়ে গোটা বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হন। এই গোটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ হয় এবং তার পরেই সেই মহিলার বয়ান অনুসারে নবনীতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তরফ থেকে নাথের পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রমেশ চন্দর। উকিল জানান যে ওই মহিলাকে আবেদনকারী বিয়ে করতে চেয়ে ছিলেন এবং তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয়েছিল।

গোটা বিষয়ে পর্যবেক্ষণ করার পর বিচারপতি রায় দিয়েছেন, বর্তমান সময়ে বদলেছে এবং মানুষের চাওয়া পাওয়া ও নানান রকমের হচ্ছে তাই কোন নারী এবং পুরুষের মধ্যে যদি সম্পর্ক তিক্ত হয় তাহলে সেক্ষেত্রে সে পুরুষের বিরুদ্ধে কখনোই ধ’র্ষ’ণে’র’ অভিযোগ আনা যাবে না।

সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হলে আলাদা হয়ে যান অথবা অন্য অন্য জনকে বিয়ে করতে পারেন। কোন সম্পর্ককে আটকে রাখা সম্ভব নয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে।

নাথের আইনজীবীর মতে নবনীত এবং ওই মহিলার ধর্ম বিপরীত ধরনের ছিল এবং তারা জানতেন যে ভবিষ্যতে তাদের সম্পর্ককে সমস্যা তৈরি হবে এই সমস্ত কিছু জানার পরেও সে মহিলার সম্পর্ক রেখে গেছে। ইতিমধ্যেই পাবলিক প্রসিকিউটর নবনীতের জামিনের বিরোধি।